নীল কাওয়া

নিমফ্যালিডি পরিবারের প্রজাপতি

নীল কাওয়া[১](বৈজ্ঞানিক নাম: Euploea algea (Godart)) প্রজাতি নিমফ্যালিডি (Nymphalidae) গোত্র ও 'ডানায়িনি' (Danainae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত মাঝারীর চেয়ে বড় মাপের প্রজাপতি।

নীল কাওয়া
Long-branded Blue Crow
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Nymphalidae
গণ: Euploea
প্রজাতি: E. algea
দ্বিপদী নাম
Euploea algea
(Godart, 1819)

আকার সম্পাদনা

প্রসারিত অবস্থায় নীল কাওয়ার ডানার আকার ৯৫-১০৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[২]

উপপ্রজাতি সম্পাদনা

ভারতে প্রাপ্ত নীল কাওয়া এর উপপ্রজাতি হল-[৩]

  • Euploea algea deione Westwood, 1848 – Bengal Long-branded Blue Crow

বিস্তার সম্পাদনা

এই প্রজাতি ভারত এর পশ্চিমবঙ্গ, সিকিম থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[২][৪]

বর্ণনা সম্পাদনা

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

পুরুষ সম্পাদনা

পুরুষ প্রকারে সামনের ডানার উপরিতল চমকপ্রদ নীলের উজ্জ্বল ছটাযুক্ত চক্‌চকে ঘন কালচে বর্নের। মাঝেমধ্যে কিছু নমুনাতে সেল এর অভ্যন্তরে একটি সাদা ছোপ এবং এক থেকে তিনটি সাদা ডিসকাল ছোপ দেখা যায়। একটি লম্বা এবং চওড়া ব্যান্ড (দাগ) চোখে পড়ে। পিছনের ডানার উপরিপৃষ্ঠ চক্‌চকে ঘন বাদামী এবং নীলের ছটাযুক্ত অংশ সীমিত। টার্মিনাল সাদা ছোট ছোপগুলি অসম্পূর্ন অথবা অনুপস্থিত।

স্ত্রী সম্পাদনা

স্ত্রী প্রকারে সামনের ডানার উপরিতলে ব্যান্ডটি অনুপস্থিত। ডরসাম সোজা; এছাড়া পুরুষ নমুনার অনুরূপ।

উভয় প্রকারেই ডানার নিম্নতল ঘন বাদামী অথবা কালচে খয়রী বর্নের এবং সাদা ডিসকাল, সাবটার্মিনাল ও টার্মিনাল ছোপযুক্ত।[৫]

আচরণ সম্পাদনা

এই প্রজাতির সামনের ডানা লম্বা এবং সরু, চমৎকার উজ্জ্বল নীল আভাযুক্ত, যার সাহায্যে এই প্রজাতিকে সহজেই সনাক্ত করা সম্ভব। উড়ান অন্যান্য Crow দের ন্যায় ধীর এবং অলস ভঙ্গিমাযুক্ত। এরা ভূমির খুব কাছ দিয়ে ওড়ে। জঙ্গল এবং জলের উৎসের কাছাকাছি উন্মুক্ত চাষ জমিযুক্ত অঞ্চল এদের পছন্দের বাসভূমি[৬] । ক্ষতিগ্রস্থ উনভিদের মূল এবং অন্যান্য অংশে এদের দল বেঁধে অবস্থান করে রসপান করতে দেখা যায়। এরা ফুলের মধুপান এবং মাড্‌-পাডল করতে পছন্দ করে। নিচু উচ্চতাবিশিষ্ট পাহাড়ী জঙ্গলে এবং জঙ্গলের কিনারায় ১০০০ মিটার উচ্চতার মধ্যে এদের দেখা যায়। এপ্রিল থেকে জুন, আগস্ট, অক্টোবর এবং নভেম্বর মাসে এদের বিচরণ চোখে পড়ে।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃষ্ঠা 172। 
  2. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 345। আইএসবিএন 9789384678012 
  3. "Euploea algea (Godart, 1819) – Long-branded Blue Crow"Butterflies of India। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১ 
  4. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 308। আইএসবিএন 978 019569620 2 
  5. Wynter-Blyth, M.A. (1957) Butterflies of the Indian Region, pg 76.
  6. Baidya, Sarika; Karmakar, Tarun; Roychaudhury, Devsena (২০১৯)। Butterflies of Buxa Tiger Reserve (1 সংস্করণ)। Kolkata: Buxa Tiger Conservation Foundation Trust Wildlife Wing, Directorate of Forests, Goverment of West Bengal। পৃষ্ঠা 54। আইএসবিএন 978-93-81493-75-5 
  7. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা 81। 

বহিঃসংযোগ সম্পাদনা