নীলু

পাকিস্তানী অভিনেত্রী

সিনথিয়া আলেক্সান্ডার ফার্নান্দেজ' যিনি জনপ্রিয় ভাবে নীলু নামে পরিচিত ছিলেন, ছিলেন পাকিস্তানের ষাটের দশকের একজন উর্দু চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৫৬ সালের চলচ্চিত্র ভবানী জংশন চলচ্চিত্র দ্বারা নীলু চলচ্চিত্র কর্মজীবন শুরু করছিলেন একজন উঠতি বয়সী (কিশোরী) হিসেবে।[]

নীলু
জন্ম
সিনথিয়া আলেক্সান্ডার ফার্নান্দেজ

(1940-06-30) ৩০ জুন ১৯৪০ (বয়স ৮৪)
পাঞ্জাব, পাকিস্তান
অন্যান্য নামআবেদা রিয়াজ
পেশাপাকিস্তানি চলচ্চিত্র অভিনেত্রী
কর্মজীবন১৯৫৫-২০০৫
দাম্পত্য সঙ্গীরিয়াজ শহীদ (১৯৭২ সালে মৃত্যু)

নীলু একটি খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করলেও ষাটের দশকের শেষের দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিজের নাম তার স্বামী রিয়াজ শহীদ (যিনি ১৯৭২ সালে মারা যান) এর সঙ্গে মিলিয়ে আবেদা রিয়াজ রেখেছিলেন। চলচ্চিত্র জগতে তার নাম শুধু নীলুই ছিলো। ষাটের দশকের মাঝখান দিকে তিনি অনেক জনপ্রিয় ছিলেন এবং একদা ইরানের তৎকালীন শাহ পশ্চিম পাকিস্তানে আসার আগে পশ্চিম পাকিস্তানের গভর্নর আমির মোহাম্মদ খান নীলুকে একটি অনুষ্ঠানে নাচার অনুরোধ করলে নীলু তা প্রত্যাখ্যান করেছিলেন এবং আমির মোহাম্মদ খান নীলুকে ধর্ষণ করার হুমকি দিলে দুশ্চিন্তাগ্রস্ত নীলু তার নিজের গাড়ি রাস্তায় এলোপাতাড়ি ভাবে চালিয়ে দুর্ঘটনায় পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা