নিহামা মসজিদ

জাপানের মসজিদ

নিহামা মসজিদ (জাপানি: 新居浜マスジド) হল জাপানের এহিমে প্রশাসনিক অঞ্চলের নিহামায় অবস্থিত একটি মসজিদ।

নিহামা মসজিদ

新居浜モスク
স্থানাঙ্ক: ৩৩°৫৭′৩৪″ উত্তর ১৩৩°১৬′৪০″ পূর্ব / ৩৩.৯৫৯৪৪° উত্তর ১৩৩.২৭৭৭৮° পূর্ব / 33.95944; 133.27778
অবস্থান নিহামা, এহিমে,
 জাপান
প্রতিষ্ঠিত ১৯৮৯
স্থাপত্য তথ্য
ধারণক্ষমতা ৬০
আবৃত স্থান ১৬৫ বর্গ মিটার
আয়তন ৮০ বর্গ মিটার
মিনার

অবকাঠামো সম্পাদনা

নিহামা মসজিদ ভবনটি একটি দ্বিতল ভবন যার দ্বিতীয় তলা ও বারান্দা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। মসজিদের ছাদে একটি গম্বুজ ও দুটি বুরুজ রয়েছে।

মসজিদের জমির মোট আয়তন ১৬৫ বর্গ মিটার; যার ১৬০ বর্গ মিটার জায়গার উপর ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবনের ৮০ বর্গ মিটার স্থান মসজিদ হিসেবে ব্যবহৃত হয়।

ইতিহাস সম্পাদনা

১৯৮৯ সালের নভেম্বরে আকিরা হামানাকা নামক একজন আলেম নিহামা শহরের ইজুমিমিয়া-চো এলাকায় মসজিদটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে, ২০০৩ সালের ১ সেপ্টেম্বর মসজিদটি ইচিনোমিয়া-চ এলাকায় পুনঃনির্মিত হয়।

২০০৪ সালের ৭ আগস্ট মসজিদের ছাদে একটি গম্বুজ স্থাপন করা হয়। ফলে মসজিদটি বর্তমান রূপ লাভ করে।

আরও পড়ুন সম্পাদনা

  • 店田廣文; 岡井宏文 (২০০৮)। "日本のモスク調査 1 -イスラーム礼拝施設の調査記録-" (পিডিএফ) (জাপানি ভাষায়)। f.waseda.jp/htanada/ 早稲田大学人間科学学術院アジア社会論研究室: 67–70। ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০২০ 
  • 店田廣文 (২০০৯)। "全国モスク代表者会議 -第1回会議の記録 2009年2月11日-" (পিডিএফ) (জাপানি ভাষায়)। www.f.waseda.jp/htanada/ 早稲田大学人間科学学術院アジア社会論研究室: 19–21। ২৪ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা