নিরলঠুঁটি ধনেশ

পাখির প্রজাতি

নিরলঠুঁটি ধনেশ (Tockus pallidirostris) হল ধনেশ প্রজাতির একধরনের পাখি যারা বিউসেরোটিডি পরিবারের অন্তর্ভুক্ত। এদেরকে প্রধানত পাওয়া যায় অ্যাঙ্গোলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, তানজানিয়া, এবং জাম্বিয়া। সকল ধনেশের মতো এরও রয়েছে নিচের দিকে বাঁকানো লম্বা ও শক্ত বাঁকানো ঠোঁট৤

নিরলঠুঁটি ধনেশ
T. p. subsp. pallidirostris, Angola
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Coraciiformes
পরিবার: Bucerotidae
গণ: Tockus
প্রজাতি: T. pallidirostris
দ্বিপদী নাম
Tockus pallidirostris
(Hartlaub & Finsch, 1870)

তথ্যসূত্র সম্পাদনা

  1. BirdLife International (২০১২)। "Tockus pallidirostris"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩