নিয়াতাক শরণার্থী শিবির

নিয়াতাক একটি আফগান শরণার্থী শিবির, যা ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। ক্যাম্পটি ইরানের জাহেদান শহরের নিকটবর্তী। ক্যাম্পটি আফগানিস্তান সীমান্ত থেকে খুব বেশি দূরে না।

২০০১ সালের এক হিসাবানুযায়ী, ক্যাম্পটিতে প্রায় ৫,০০০ শরণার্থী বাস করে।[১] এই ক্যাম্পে থাকা আফগানিস্তানের হাজরা ও পশতুন জাতির লোকদের মাঝে সংঘর্ষের নজির আছে ক্যাম্পটিতে।[১]

২০০১ সালে মুক্তি পাওয়া বিখ্যাত ইরানি ছবি কান্দাহার - এর চিত্রগ্রহণ হয়েছিল ক্যাম্পটিতে। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Z magazine, Volume 14. Institute for Social and Cultural Communications, 2001
  2. Mario Falsetto, Liza Béar. The Making of Alternative Cinema: Beyond the frame : dialogues with world filmmakers. Praeger, 2008. আইএসবিএন ০-২৭৫-৯৯৯৪১-৬, আইএসবিএন ৯৭৮-০-২৭৫-৯৯৯৪১-৪. Pg 227