নিম্বার্ক সম্প্রদায় গুরু পরম্পরা
নিম্বার্ক সম্প্রদায় গুরু পরম্পরা নিম্বার্ক সম্প্রদায়ের গুরু পরম্পরা বলতে বোঝায় নিম্বার্ক সম্প্রদায়ের আচার্য্যদের। নিম্বার্ক সম্প্রদায় হল যাকে হংস সম্প্রদায় এবং সনাকাদি সম্প্রদায়ী নামেও অভিহিত করা হয় চার সম্প্রদায়ের মধ্যে অন্যতম হল নিম্বার্ক সম্প্রদায় এই সম্প্রদায় নিম্বার্কচার্য্য ভগবান (খ্রিস্টীয় সপ্তম শতাব্দী) প্রতিষ্ঠা করেছিলেন তেলুগু ব্রাহ্মণ, যোগী, এবং দার্শনিক এবং দ্বৈতদ্বৈত (দ্বৈত-অদ্বৈত) বা দ্বৈতবাদী অ দ্বৈতবাদের বৈষ্ণব ভেদাভেদ ধর্মতত্ত্ব। দ্বৈতদ্বৈত বলেছেন যে মানুষ বা ঈশ্বর, ঈশ্বর বা পরম সত্তা থেকে উভয়ই পৃথক এবং ভিন্ন নয়। নিম্বার্ক সম্প্রদায়ের গুরু পরম্পরা বলতে বোঝায় নিম্বার্ক সম্প্রদায়ের আচার্য্যদের।[১][২]
গুরু পরম্পরা গণঃ
সম্পাদনা• শ্রীনিম্বার্ক সম্প্রদায়ের আচার্য্য পরম্পরা
- শ্রীহংস ভগবান
- শ্রীসনকাদি ভগবান
- দেবর্ষি নারদ ভগবান
- শ্রীনিম্বার্ক ভগবান
- শ্রীশ্রীনিবাসাচার্য্যজী মহারাজ
- শ্রীবিশ্বাচার্য্যজী মহারাজ
- শ্রীপুরুষোত্তমাচার্য্যজী মহারাজ
- শ্রীবিলাসাচার্য্যজী মহারাজ
- শ্রীস্বরূপাচার্য্যজী মহারাজ
- শ্রীমাধবাচার্য্যজী মহারাজ
- শ্রীবলভদ্রাচার্য্যজী মহারাজ
- শ্রীপদ্মাচার্য্যজী মহারাজ
- শ্রীশ্যামাচার্য্যজী মহারাজ
- শ্রী গোপালাচার্য্যজী মহারাজ
- শ্রীকৃপাচার্য্যজী মহারাজ
- শ্রীদেবাচার্য্যজী মহারাজ
- শ্রীসুন্দর ভট্টাচার্য্যজী মহারাজ
- শ্রীপদ্মনাভ ভট্ট মহারাজ
- শ্রীউপেন্দ্র ভট্ট মহারাজ
- শ্রীরামচন্দ্র ভট্ট মহারাজ
- শ্রীবামন ভট্ট মহারাজ
- শ্রীকৃষ্ণ ভট্ট মহারাজ
- শ্রীপদ্মাকর ভট্ট মহারাজ
- শ্রীশ্রবণ ভট্ট মহারাজ
- শ্রীভূরি ভট্ট মহারাজ
- শ্রীমাধব ভট্ট মহারাজ
- শ্রীশ্যাম ভট্ট মহারাজ
- শ্রীগোপাল ভট্ট মহারাজ
- শ্রীবলভদ্র ভট্টাচার্য্যজী মহারাজ
- শ্রীগোপীনাথ ভট্ট মহারাজ
- শ্রীকেশব ভট্ট মহারাজ
- শ্রীগাঙ্গল ভট্ট মহারাজ
- শ্রীজগদ্বিজয়ী শ্রীকেশব কাশ্মীরী ভট্ট মহারাজ
- আদিবাণীকার শ্রীশ্রীভট্টাচার্য্যজী মহারাজ
- মহাবাণীকার শ্রীহরিদাস দেবাচার্য্যজী মহারাজ
- শ্রীস্বভুরাম দেবাচার্য্যজী মহারাজ
- শ্রীকর্ণহর দেবাচার্য্যজী মহারাজ
- শ্রীপরমানন্দ দেবাচার্য্যজী মহারাজ
- শ্রীচতুর চিন্তামণি দেবাচার্য্যজী (নাগাজী) মহারাজ
- শ্রীমোহন দেবাচার্য্যজী মহারাজ
- শ্রীজগন্নাথ দেবাচার্য্যজী মহারাজ
- শ্রীমাখন দেবাচার্য্যজী মহারাজ
- শ্রীহরি দেবাচার্য্যজী মহারাজ
- শ্রীমথুরা দেবাচার্য্যজী মহারাজ
- শ্রীশ্যামলদাসজী মহারাজ
- শ্রীহংসদাসজী মহারাজ
- শ্রীহীরাদাসজী মহারাজ
- শ্রীমোহনদাসজী মহারাজ
- শ্রীনেনাদাসজী মহারাজ ব্রজবিদেহী
- কাষ্ঠকৌপীন প্রবর্ত্তক শ্রীইন্দ্রদাসজী কাঠিয়া বাবাজী মহারাজ
- শ্রীবজরংদাসজী কাঠিয়া বাবাজী মহারাজ
- শ্রীগোপালদাসজী কাঠিয়া বাবাজী মহারাজ
- শ্রীদেবদাসজী কাঠিয়া বাবাজী মহারাজ
- ব্রজবিদেহী চতুঃ সম্প্রদায়ের শ্রীমহন্ত শ্রীরামদাসজী কাঠিয়া বাবাজী মহারাজ
- ব্রজবিদেহী চতুঃ সম্প্রদায়ের শ্রীমহন্ত শ্রীসন্তদাসজী কাঠিয়া বাবাজী মহারাজ
- ব্রজবিদেহী চতুঃ সম্প্রদায়ের শ্রীমহন্ত শ্রীধনঞ্জয়দাসজী কাঠিয়া বাবাজী মহারাজ
- বর্তমান ব্রজবিদেহী চতুঃ সম্প্রদায়ের শ্রীমহন্ত শ্রী শ্রী ১০৮ স্বামী রাসবিহারীদাসজী কাঠিয়া বাবাজী মহারাজ
প্রতিষ্ঠিত মন্দির সমূহ
সম্পাদনাশ্রীশ্রী ১০৮ স্বামী রাসবিহারীদাস কাঠিয়াবাবা মহারাজের প্রতিষ্ঠিত মন্দির সমূহঃ
- শ্রী কাঠিয়াবাবা কা স্থান, বৃন্দাবন, উত্তর প্রদেশ।
- শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রম, হরিদ্বার, উত্তরাঞ্চল।
- শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রম, পুরী, উড়িষ্যা।
- শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রম, দ্বারকা, গুজরাত।
- শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রম, রামেশ্বরম্, তামিল নাড়ু।
- শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধনসেবাকুঞ্জ, বসন্তকুঞ্জ, নতুনদিল্লী।
- শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রম, দক্ষিণেশ্বর, কলকাতা, পশ্চিমবঙ্গ (নির্মাণাধীন)।
- শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধনাশ্রম, গুয়াহাটি, আসাম।
- শ্রী নির্ম্বাক আশ্রম, বাধারঘাট, ONGC, আগরতলা, ত্রিপুরা (নির্মাণাধীন)।
- শ্রী স্বামী রামদাস কাঠিয়া বাবা স্মৃতি মন্দির, লোনা চামিয়ারী, অমৃতসর, পাঞ্জাব।
- শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রম, তিনসুকিয়া, আসাম।
- শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রম, করিমগঞ্জ, আসাম।
- শ্রী কাঠিয়া বাবা আশ্রম, শিলচর, আসাম।
- শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রম, অশোকনগর, পশ্চিমবঙ্গ।
- শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রম, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ।
- শ্রী নির্ম্বাক স্মৃতি সংগ্রহালয়, কলকাতা, পশ্চিমবঙ্গ।
- শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিলন মন্দির, মানিকবাজার, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ।
- শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রম, কৈলাশহর, ত্রিপুরা।
- শ্রী নির্ম্বাক সাধন সেবাশ্রম, লামডিং, আসাম।
আন্তর্জাতিক সেবাশ্রম ও মন্দির সমূহঃ
সম্পাদনা- শ্রীনিম্বার্ক রাধাগোবিন্দ মন্দির, কুইন্স ভিলেজ, নিউইয়র্ক, আমেরিকা।
- শ্রীধনঞ্জয় নিম্বার্ক সাধনাশ্রম, লণ্ডন, গ্রেট ব্রিটেন (প্রস্তাবিত)।
- শ্রীনিম্বার্ক আশ্রম, সিলেট, বাংলাদেশ।
- শ্রীসন্তধাম, বামৈ, সিলেট, বাংলাদেশ।
আচার্য্যদের গ্রন্থাবলী
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ কেন্দ্র, ইতিহাস শিক্ষা (২০২৩-০৫-২৪)। "বৈষ্ণব সম্প্রদায়"। Adhunik Itihas (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৬।
- ↑ "বাংলার প্রধান নিম্বার্ক সাধনস্থল মোহান্ত আবাস"। Eisamay। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৬।