নিম্নলিপি ও ঊর্ধ্বলিপি

নিম্নলিপি ও ঊর্ধ্বলিপি হচ্ছে এমন অক্ষর যা স্বাভাবিক লেখার থেকে যথাক্রমে সামান্য উপরে ও নিচে থাকে। এটি সাধারণত কোনো সংখ্যা বা অক্ষর হয়। এই লিপি স্বাভাবিক লেখা থেকে একটু ছোট হয়। নিম্নলিপি ভূমিরেখা বরাবর বা এর নিচে হয় এবং ঊর্ধ্বরেখা বরাবর বা তার উপরে হয়। এদের সর্বোচ্চ ব্যবহার হয় বৈজ্ঞানিক সংকেত, গাণিতিক সমীকরণ এবং রাসায়নিক পদার্থের সংকেতে(যেমন পানির সংকেত H2O)[১] দেখা যায়। যদিও এদের অন্যান্য ব্যবহারও আছে।

নিম্নলিপি ও ঊর্ধ্বলিপির উদাহরণ


পেশাগত মুদ্রণবিদ্যায়, নিম্নলিপি ও ঊর্ধ্বলিপি শুধু ক্ষুদ্র লিপি না; লিপির বাকি অংশের সাথে সামঞ্জস্য রাখতে মুদ্রণশিল্পীরা এই লিপিকে একটু মোটা করে দেয়। ভূমিরেখা ও ঊর্ধ্বরেখা থেকে এদের দূরত্ব লিপির ও ব্যবহারের উপর নির্ভর করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Bringhurst, Robert (১৯৯৬)। The elements of typographic style (2nd ed সংস্করণ)। Point Roberts, WA: Hartley & Marks। আইএসবিএন 0-88179-133-4ওসিএলসি 35114983