নিবেদিতা অর্জুন একজন ভারতীয় অভিনেত্রী, প্রযোজকনৃত্য শিল্পী। ১৯৮৬ সালে প্রথম বারের মত এম এস রাজাশেকার এর সাথে রথ সপ্তমী ছবিতে আশা রাণীর ভূমিকায় অভিনয় করেন নিবেদিতা।

নিবেদিতা অর্জুন
জন্ম
অন্যান্য নামআশা রাণী
পেশাঅভিনেত্রী, প্রযোজক, নৃত্য শিল্পী
কর্মজীবন১৯৮৬; ১৯৯২-বর্তমান

তিনি অভিনেত্রী হিসেবে স্বাচ্ছন্দ বোধ করতেন না বরং নৃত্যশিল্পী হিসাবেই নিজের আত্মপ্রকাশ অব্যাহত রেখেছিলেন এবং শ্রী রম ফিল্মস ইন্টারন্যাশনাল এর সাথে প্রযোজক হিসাবেও কাজ করেছিলেন।

নিবেদিতা অভিনেতা অর্জুন সারজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুন তাদের কন্যা।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. https://www.filmibeat.com/celebs/asha-rani.html
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০