নিতম্বাস্থি (ইনোমিনেট অস্থি, পেলভিক অস্থি[১]) একটি বড় সমতল অস্থি,যা দেহের কেন্দ্রে থাকে এবং উপর ও নিচের দিকে প্রসারিত।এটি তিনটি অংশ নিয়ে গঠিতঃ ইলিয়াম, ইশ্চিয়ামপিউবিস

নিতম্বাস্থি
Hip bone anterior high-res.jpg
নিতম্বাস্থির অবস্থান (লাল)
Gray241.png
পুরুষের শ্রোণী অস্থিচক্র,যা ডান ও বাম নিতম্বাস্থি,স্যাক্রামকক্কিক্স নিয়ে গঠিত
লাতিনOs coxae, os innominatum
Gray'sপৃষ্ঠা.231
টিএA02.5.01.001
শাভিমFMA:16585
হাড়ের শারীরবৃত্তীয় পরিভাষা

দুটি নিতম্বাস্থি পিউবিক সিমফাইসিসে মিলিত হয় এবং স্যাক্রামকক্কিক্স নিয়ে পেলভিস বা শ্রোণী অস্থিচক্র গঠন করে। নিতম্বাস্থি দেহের নিম্নাংশের সাথে অক্ষীয় কঙ্কালের সংযোগ করে। প্রতিটি নিতম্বাস্থি ফিমার এর সাথে বল ও কোটর সন্ধি (ball and socket joint) এর মাধ্যমে যুক্ত হয়ে নিতম্ব সন্ধি গঠন করে।[২]

গঠনসম্পাদনা

নিতম্বাস্থি তিনটি অংশ নিয়ে গঠিত। যথাক্রমে ইলিয়াম, ইশ্চিয়ামপিউবিস। জন্মের সময় এই তিনটি অংশ আলাদা তরুণাস্থি দ্বারা থাকলেও ২৫ বছরের পরে তা পরিপূর্ণভাবে যুক্ত হয়।

দুটি নিতম্বাস্থি পিউবিক সিমফাইসিসে মিলিত হয় এবং স্যাক্রামকক্কিক্স নিয়ে পেলভিস বা শ্রোণী অস্থিচক্র গঠন করে।[২]

ইলিয়ামসম্পাদনা

ইলিয়াম নিতম্বাস্থির সবচেয়ে উপরের অস্থি। এটি অ্যাসিটাবুলামের দুই পঞ্চমাংশ গঠন করে। একে দুই ভাগে ভাগ করা যায়,দেহ এবং ডানা।এদের একটি বক্র রেখা দ্বারা দুই ভাগে ভাগ করা যায়।[২]

ইশ্চিয়ামসম্পাদনা

পিউবিসসম্পাদনা

কাজসম্পাদনা

ক্লিনিক্যাল গুরুত্বসম্পাদনা

অতিরিক্ত চিত্রসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. Merriam Webster, http://www.merriam-webster.com/medical/hip+bone
  2. Bojsen-Møller, Finn; Simonsen, Erik B.; Tranum-Jensen, Jørgen (২০০১)। Bevægeapparatets anatomi [Anatomy of the Locomotive Apparatus] (Danish ভাষায়) (12th সংস্করণ)। পৃষ্ঠা 237–239। আইএসবিএন 978-87-628-0307-7