নিউ ন্যাশনাল এরা

জাতীয় পত্রিকা

নিউ ন্যাশনাল এরা, মূলত নিউ এরা এবং আংশিকভাবে নিউ ন্যাশনাল এরা অ্যান্ড সিটিজেন আমেরিকান গৃহযুদ্ধ শেষে এবং মুক্তি ঘোষণার দশকে পুনর্গঠনের সময় ওয়াশিংটন ডিসিতে প্রকাশিত আফ্রিকান আমেরিকানদের জন্য একটি জাতীয় পত্রিকা ছিল। ফ্রেডরিক ডগলাস ১৮৭০ সালে নিউ এরার দায়িত্ব নেন এবং এর নামকরণ করেন নিউ ন্যাশনাল এরা [১] নিউইয়র্ক হেরিটেজ ডিজিটাল সংগ্রহে ১৮৭০ থেকে ১৮৭৪ অবধি কাগজের ইস্যু রয়েছে [১] কংগ্রেস লাইব্রেরির সংগ্রহেও রয়েছে কিছু ইস্যু। পত্রিকাটির সম্পাদকদের মধ্যে ছিলেন ফ্রেডরিক ডগলাস (১৮৭০–১৮৭২), তাঁর পুত্র লুইস এইচ ডগলাস, (১৮৭৩–১৮৭৪) পাশাপাশি রিচার্ড টি গ্রিনার এবং জন এ কুক (১৮৭৩)। [২][৩]

নিউ ন্যাশনাল এরা পত্রিকার পাতা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "New National Era | New York Heritage"nyheritage.org 
  2. "New national era."Library of Congress, Washington, D.C. 20540 USA 
  3. Chaddock, Katherine Reynolds (অক্টোবর ৮, ২০১৭)। Uncompromising Activist: Richard Greener, First Black Graduate of Harvard College। JHU Press। আইএসবিএন 9781421423302 – Google Books-এর মাধ্যমে।