নাসিম আহমদ একজন ভারতীয় সরকারি কর্মচারী (ইন্ডিয়ান এডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ১৯৭২) যিনি হরিয়ানা ক্যাডার থেকে এসেছেন এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বর্তমানে ভারত সরকারের জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন।

তিনি ১৯৭২ সালের ব্যাচের হরিয়ানা ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা। আইএএসে যোগদানের আগে তিনি জানুয়ারী ১৯৭১ থেকে জুন ১৯৭২ পর্যন্ত উত্তরপ্রদেশ সিভিল সার্ভিসের (বিচার বিভাগ) সদস্য ছিলেন।[১] তিনি ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত এএমইউর উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "National Commission for Minorities — A Statutory Body, Government of India"National Commission for Minorities। ২৯ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৫ 
  2. "Naseem Ahmed, ex-IAS is new NCM Chairman — A Statutory Body, Government of India"Muslim Mirror। ৩১ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৫