নারীবাদী ব্যবসা হলো সেই কোম্পানিগুলো যা নারীবাদী আন্দলনের সাথে যুক্ত কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত।[১] উদাহরণস্বরূপ, নারীবাদী বইয়ের দোকান, নারীবাদী ক্রেডিট ইউনিয়ন,নারীবাদী প্রেস, নারীবাদী মেল-অর্ডার ক্যাটালগ এবং নারীবাদী রেস্তোরা।[১][২] এই ব্যবসাগুলো ১৯৭০, ১৯৮০ ও ১৯৯০ দশকের দিকে নারীবাদের দ্বিতীয় ও তৃতীয় তরঙ্গের অংশ হিসেবে সমৃদ্ধ হয়েছিল।[৩] নারীবাদী উদ্যোক্তারা নিজেদের উদ্যোগে এগিয়ে যেতে ফেমিনিস্ট একনোমিক এলায়েন্সের মতন সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। নারীবাদী উদ্যোক্তাদের তিনটি প্রধান উদ্দ্যেশ্য ছিল: নিজেদের ব্যবসার মাধ্যমে তাদের মতবাদ প্রচার করা, মহিলা ও নারীবাদীদের জন্যে প্রকাশ্য জায়গা তৈরি করা, এবং মহিলাদের জন্যে চাকরির ব্যবস্থা করা যাতে তাদেরকে অর্থনৈতিকভাবে পুরুষদের উপরে নির্ভরশীল না হতে হয়। যদিও এগুলো এখনও রয়েছে, নারীবাদী ব্যবসার সংখ্যা, বিশেষ করে নারীবাদী বইয়ের দোকানের পরিমাণ ২০০০ খ্রিস্টাব্দের পর থেকে দ্রুত গতিতে কমে গিয়েছে।[৪][২]

এগুলোর বেশিরভাগই মূলত মুনাফার উদ্দেশ্যের পরিবর্তে কোনো সেবা প্রদানের জন্যে তৈরি করা হয়েছিল। এই উদ্দেশ্যের উপরেই সাধারণত যৌথভাবে পরিচালিত নারীবাদী স্বাস্থ্য কেন্দ্রগুলো তৈরি হয়েছিল। অন্যদিকে, স্বকামী বার এবং ১৯৭০ দশকের নারীর সঙ্গিত পরিচয়ের সুযোগ তৈরি করেছিল।

নারীবাদী বইয়ের দোকান সম্পাদনা

নারীবাদী বইয়ের দোকানগুলো নারীবাদের দ্বিতীয় তরঙ্গের অংশ ছিল। ১৯৮০ দশকের দিকে এর প্রসারণ ঘটে। ১৯৮৩ সালে উত্তর যুক্তরাষ্ট্রে প্রায় ১০০টি বইয়ের দোকান ছিল, যা বছরে ৪০০ মিলিয়ন বিক্রয়ে অর্জন করতো। সাধারনভাবে, একবিংশ শতাব্দীতে স্বাধীনভাবে পরিচালিত বইয়ের দোকানের পরিমাণ কমে গিয়েছে এবং ধারণা করা হয় যে, ২০১৬ সালে ২০টিরও কম নারীবাদী বইয়ের দোকান আছে। এর মধ্যে সবচেয়ে পুরাতন, অ্যান্টিগন বুক্স, আরাজনার টাস্কনে অবস্থিত। ১৩টি বইয়ের দোকান নারীবাদের সমর্থনে বিভিন্ন নারীবাদী অনুষ্ঠান আয়োজন করে। এছাড়াও তারা এলজিবিটিকিউ তত্ত্ব, পশু অধিকার, স্বকামী কল্পকাহিনী, সমকামী বিদ্যা এবং বিভিন্ন সংস্কৃতির তথ্য সম্পর্কিত বই রাখে।

নামকরা বইয়ের দোকানগুলোর মধ্যে অন্তর্ভুক্ত অ্যামাজন বুকস্টোর কোরপারেটিভ এবং সিল্ভার মুন বুকশপ।

নারীবাদী অর্থনৈতিক সংগঠন সম্পাদনা

নারীবাদী ক্রেডিট ইউনিয়ন সম্পাদনা

নারীবাদী ডাকযোগের সময়িকা সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

সময়িকা সম্পাদনা

স্প্যার রিব সম্পাদনা

স্কারলেট উইমেন সম্পাদনা

মিস সম্পাদনা

নারীবাদী রেস্তোরা সম্পাদনা

বর্তমানে নারীবাদী ব্যবসা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Echols, Alice (১৯৮৯)। Daring to be Bad: Radical Feminism in America, 1967-1975। University of Minnesota Press। পৃষ্ঠা 269–278, 357, 405–406। 
  2. Hogan, Kristen (২০১৬)। The Feminist Bookstore Movement: Lesbian Antiracism and Feminist Accountability। Durham, North Carolina: Duke University Press। 
  3. Enke, Anne (২০০৭)। Finding the Movement: Sexuality, Contested Space, and Feminist Activism। Durham, North Carolina: Duke University Press। পৃষ্ঠা 1–104। 
  4. Davis, Joshua (২০১৭)। From Head Shops to Whole Foods: The Rise and Fall of Activist Entrepreneurs। New York: Columbia University Press। পৃষ্ঠা 129–175। আইএসবিএন 9780231543088