নারা রোহিত (অভিনেতা)

ভারতীয় অভিনেতা

নারা রোহিত (জন্ম ২৫ জুলাই ১৯৮৪) হলেন একজন ভারতীয় অভিনেতা ও প্রযোজক যিনি তেলুগু চলচ্চিত্রে কাজ করে থাকেন। তিনি আরান মিডিয়া ওয়ার্কস চলচ্চিত্র প্রযোজনা সংস্থার মালিক। [২]

নারা রোহিত
জন্ম (1984-07-25) ২৫ জুলাই ১৯৮৪ (বয়স ৩৯)[১]
মাতৃশিক্ষায়তনআনা ইউনিভার্সিটি
নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি
পেশা
  • অভিনেতা
  • প্রযোজক
  • গায়ক
কর্মজীবন২০০৯–বর্তমান
পিতা-মাতানারা রামমূর্তি নাইডু (বাবা)

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

নারা রোহিত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর ভাই নারা রামমূর্তি নাইডুর একমাত্র ছেলে। তিনি হায়দ্রাবাদ থেকে স্কুল, ভাদলামুডির ভিগনান কলেজ থেকে ইন্টারমিডিয়েট, চেন্নাইয়ের আনা ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল বায়ো টেকনোলজি বি টেক, নিউইয়র্ক ফিল্ম একাডেমি, নিউ ইয়র্ক থেকে অভিনয়ের কোর্স এবং লস অ্যাঞ্জেলেস থেকে ফিল্ম মেকিং-এর কোর্স করেছেন।

ফিল্মোগ্রাফি সম্পাদনা

টীকা
  এখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায়
বছর চলচ্চিত্র ভূমিকা টিকা সূত্র
২০০৯ বানাম ভগত পানিগ্রাহী প্রাধান চরিত্রে অভিষেক
২০১১ সোলো গৌতম
২০১২ সরোচারু গৌতম
২০১৩ ওকাদিনে সূর্য
স্বামী রা রা বর্ণনাকারী
২০১৪ প্রতিনিধি শ্রীনু
রাউডি ফেলো রাণা প্রতাপ জয়দেব
২০১৫ অসুর এন. ধর্ম তেজা
২০১৬ তুন্তরি রাজু
সাবিত্রী ঋষি তিনমার গানের গায়ক
রাজা চেই বস্তে রাজা রাম
জয় অচ্যুতনন্দ অচ্যুত
শঙ্কর শঙ্কর
অ্যাপাতলো ওকাদুন্দেবাদু ইমতিয়াজ আলী
২০১৭ সামান্থাকামনি রঞ্জিত কুমার
ওকাদু মিগিলাদু বর্ণনাকারী
কথালো রাজকুমার অর্জুন চক্রবর্তী
বালাকৃষ্ণুদু বালাকৃষ্ণ ওরফে বালু
মেন্টাল মধিল বাসযাত্রী ক্যামিও উপস্থিতি
২০১৮ নীদি নাদি ওকে কথা পরোপকারী ক্যামিও উপস্থিতি
আতাগলু সিদ্ধার্থ
বীর ভোগ বসন্ত রায়ালু দীপক রেড্ডি
২০২২ পন্দগলা বাচাদু  ঘোষিত হবে চিত্রায়ণ [৩]
অন্নগণগ দক্ষাদিলো  ঘোষিত হবে
শবধাম  ঘোষিত হবে
মাদ্রাসী  ঘোষিত হবে

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nara Rohit celebrates birthday"। indiaglitz.com। ২৫ জুলাই ২০১১। ২২ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৩ 
  2. "24 frames factory launch"। cinejosh.com। ২১ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৫ 
  3. "Upcoming Movies of #NaraRohit to watch out for"FilmiBeat (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা