নাম-ম্খা'-রিন-ছেন (ওয়াইলি: nam mkha' rin chen) (১৬১২-১৬৬৯) তিব্বতের ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের ঊনবিংশ প্রধান বা ঙ্গোর-ছেন ছিলেন।

সংক্ষিপ্ত পরিচিতি সম্পাদনা

নাম-ম্খা'-রিন-ছেন ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের সপ্তদশ প্রধান নাম-ম্খা'-সাংস-র্গ্যাসের (ওয়াইলি: nam mkha' sangs rgyas) ভ্রাতুষ্পুত্র ছিলেন। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন নাম-ম্খা'-সাংস-র্গ্যাস এবং শেস-রাব-'ব্যুং-গ্নাস নামক অষ্টাদশ ঙ্গোর-ছেন। ১৬৫৩ খ্রিষ্টাব্দে তিনি ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের ঊনবিংশ প্রধান হিসেবে নির্বাচিত হন এবং চার বছর এই পদে থাকেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Namgyal, Tsering (2012-10)। "The Nineteenth Ngor Khenchen, Namkha Rinchen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-04  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
পূর্বসূরী
শেস-রাব-'ব্যুং-গ্নাস
নাম-ম্খা'-রিন-ছেন
ঊনবিংশ ঙ্গোর-ছেন
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-ব্সোদ-নাম্স-র্গ্যাল-ম্ত্শান