নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা
নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সদর উপজেলার পার নওগাঁ (উত্তর) নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত আলিয়া মাদ্রাসা।[১][২][৩] এই মাদরাসাটিকে সংক্ষেপে নামাজগড় মাদরাসা বলা হয়। মাদরাসাটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো, বর্তমানে মাদরাসা বোর্ডের দাখিল ও আলিম পরীক্ষার রাজশাহী বিভাগের শীর্ষস্থানীয় ফলাফল করতে দেখা যায়।[৪] এই মাদরাসায় এবতেদায়ী, দাখিল (১। সাধারণ ২। বিজ্ঞান ৩। মুজাব্বিদ ৪। হিফজুল কোরআন), আলীম (১। সাধারণ ২। বিজ্ঞান ৩। মুজাব্বিদ মাহির),ফাজিল ও কামিল শ্রেণীতে আল কুরআন, আল হাদিস সহ সবগুলো বিভাগ চালু রয়েছে। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় এর অধীনে ফাজিল অনার্স ও কামিল মাষ্টার্স (১। আল কোরাণ ও ইসলামিক ষ্টাডিজ ২। আরবি ভাষা ও সাহিত্য ৩। ইসলাম এর ইতিহাস ও সংস্কৃতি),এছাড়াও কারিগরি বোর্ডের অধীনে ভোকেশনাল (এস এস সি) ট্রেড সমুহ (১। সিভিল কন্সট্রাকশন এন্ড সেফটি ২। আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিকস ৩। এপারেল ম্যানুফেকচারিং বেসিকস ৪। ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন ৫। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ৬। রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং), বি এম টি, ও কৃষি ডিপ্লোমা চালু রয়েছে। এই মাদরাসাটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে নামাজগড় গাউসুল আজম ট্রাস্ট কর্তৃক পরিচালিত। এই মাদরাসার বর্তমান অধ্যক্ষের নাম পি এম আদম আলী। গভর্নিং বডির সভাপতি মো: আবদুস সাত্তার। [১]
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৫১ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
অধ্যক্ষ | মো. আবদুস সাত্তার |
মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
শিক্ষার্থী | আনু. ১০০০ |
ঠিকানা | নওগাঁ গ্রাম , , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
EIIN সংখ্যা | ১২৩৪৭০ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন |
এমপিও সংখ্যা | ৮৩০৬০১২৪০২ |
ইতিহাস
সম্পাদনানামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা ১ জানুয়ারি ১৯৫১ সালে প্রতিষ্ঠা করা হয়। এবং পাকিস্তান সরকার কর্তৃক ৬ ডিসেম্বর ১৯৬৯ সালে স্বীকৃতি প্রদান করা হয়।[৫] বর্তমানে এটি একটি কামিল মাদ্রাসা, যা আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ধাপ। ২০০২ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষা চালু করে। অর্থাৎ আরবি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর সমন্বয়ে একটি বহুমুখী প্রতিষ্ঠান। ২০২০ সালে এই মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গিবিরোধী কার্যক্রমে সক্রিয় দেখা যায়।[১][২]
সুযোগ-সুবিধা
সম্পাদনাবিজ্ঞানাগার
সম্পাদনাএই মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গবেষণা ও ল্যাব ক্লাস করার জন্য উন্নতমানের বিজ্ঞানানার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে ছাত্ররা পাঠদান সময়ে ও অবসর সময়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা করতে পারে। মাদ্রাসার ছাত্ররা নিয়মিত বিভিন্ন বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে থাকে।[৬]
গ্রন্থাগার
সম্পাদনামাদ্রাসার সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত লাইব্রেরি রয়েছে। দাখিল থেকে শুরু করে কামিল পর্যায়ের সকল শিক্ষার্থীরা এখান থেকে বই ধার নিয়ে পড়াশোনা করতে পারে। মাদ্রাসার গ্রন্থাগারে আল কুরআন, আল হাদিস, তাফসীর, আল ফিকহ, ইসলামের ইতিহাস প্রভৃতি বিষয়ের উপর বহু মূল্যবান বই রয়েছে। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এই লাইব্রেরীতে এসে পড়াশোনাও করতে পারে।
শিক্ষার্থীদের ক্লাব
সম্পাদনা- নওগাঁ ব্লাড সার্কেল
উল্লেখযোগ্য
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "নওগাঁর মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৭-৩০। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।
- ↑ ক খ "নওগাঁর নামাজগড় বিশ্ববিদ্যালয় মাদ্রাসার শিক্ষার্থীদের মানব বন্ধন"। valuka.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।
- ↑ "ইবি কর্তৃক নামাজগড় মাদ্রাসার প্রতি একটি বিজ্ঞপ্তি" (পিডিএফ)। ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ১০ জুলাই ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
- ↑ "সবচেয়ে বেশি পাশ মাদরাসা বোর্ডে"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।
- ↑ "Namazgar Gawsul Azam Kamil Madrasha - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।
- ↑ "নওগাঁয় জাতীয় বিজ্ঞান বির্তক উৎসব অনুষ্ঠিত"। pundrokotha.com.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- সহপাঠি ওয়েবসাইটে নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা