নামাঙ্কিত বিক্রিয়া

নামাঙ্কিত বিক্রিয়া হল রাসায়নিক বিক্রিয়া যার নাম এর আবিষ্কারক/আবিষ্কারকসমূহের নামে রাখা হয়। জনপ্রিয় কিছু নামাঙ্কিত বিক্রিয়া হুল উর্টজ বিক্রিয়া, ক্লেইজেন ঘনীভবন বিক্রিয়া, ফ্রিডেল ক্র্যাফটস অ্যাসাইলেশন, ডায়েলস-অ্যাল্ডার বিক্রিয়া ইত্যাদি। হাজারো জৈব বিক্রিয়ার মধ্যে শ'খানেক জনপ্রিয় বিক্রিয়াই নামাঙ্কিত।[] এইসব বিক্রিয়াসমূহের উপর অনেক বইও লেখা হয়েছে।[][][] রসায়নের বিশ্বকোষ মার্ক ইনডেক্সেও নামাঙ্কিত বিক্রিয়াসমূহ নিয়ে পৃথক সূচী আছে।

বিংশ শতকে জৈব রসায়নের ক্রমান্নয়ন ঘটতে থাকে এবং সেই সাথে রসায়নবিদগণ সাংশ্লেষিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিক্রিয়াসমূহের নাম তাদের আবিষ্কারক/দের নামে রাখতে শুরু করেন। কিছু ক্ষেত্রে নামটা নিছকই সাংকেতিক।[] কিছু বিক্রিয়ার ক্ষেত্রে আদৌ সেই বিজ্ঞানী এই বিক্রিয়া আবিষ্কারই করেননি। পুমারের পুনর্বিন্যাস, পিনিকের জারণ এবং বির্চ বিজারণ বিক্রিয়া এর মধ্যে উল্লেখযোগ্য।[]

যদিও বিক্রিয়ার কৌশল কিংবা বিক্রিয়ক-উৎপাদ দেখে বিক্রিয়ার নামকরণের পন্থা রয়েছে (যেমন ইউপ্যাক নোমেনক্লেচার ফর ট্রান্সফর্মেশনস), তবুও বর্ণনাত্মক বিক্রিয়াসমূহের ক্ষেত্রে বিক্রিয়ার কোনো একটি নির্দিষ্ট নামই অধিক কার্যকর।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. অর্গানিক কেমিস্ট্রি। ব্যারন'স। ২০০২। পৃষ্ঠা ১০৯। আইএসবিএন 0-7641-1925-7 
  2. আলফ্রেড হ্যাসনার, সি. স্টামার (২০০২)। অর্গানিক সিন্থেসেস বেইজড অন নেইম রিঅ্যাকশনস। এলসেভিয়ের। পৃষ্ঠা ১০৯। আইএসবিএন 0-08-043260-3 
  3. জি জ্যাক লি (২০০৩)। নেইম রিঅ্যাকশনস: আ কালেকশন অব ডিটেইলড রিঅ্যাকশন মেকানিজম। স্প্রিঙ্গার। আইএসবিএন 3-540-40203-9 
  4. ব্র্যাডফোর্ড পি. মুন্ডি, মাইকেল জি. এলার্ড, ফ্রাঙ্ক জি., জুনিয়র ফ্যাভালরো (২০০৫)। নেইম রিঅ্যাকশন অ্যান্ড রিয়েজেন্টস ইন অর্গানিক সিন্থেসেস। উইলি। আইএসবিএন 0-471-22854-0 
  5. জে. এফ. বার্নেট (১৯৬৫)। "অর্গানিক নেইম রিঅ্যাকশনস। আ কন্ট্রিবিউশন টু দ্য টার্মিনোলজি অব অর্গানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড থিওরিটিকাল অর্গানিক কেমিস্ট্রি। হেলমুট ক্রচ এবং ওয়ের্নার কুন্জ। জন এম. হার্কিন উইলি, নিউ ইয়র্ক, ১৯৬৪ এর ২য় সংষ্করণ থেকে অনূদিত, xxiv + ৬২০ পৃষ্ঠা। ইলাস. $১৬"। বিজ্ঞান১৪৭ (৩৬৫৯): ৭২৬–৭২৭। ডিওআই:10.1126/science.147.3659.726বিবকোড:1965Sci...147..726K