নাপিত্তাছড়া ঝর্ণা

বাংলাদেশের জলপ্রপাত

নাপিত্তাছড়া ঝরনা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত।[]

নাপিত্তাছড়া ঝর্ণা
মানচিত্র
ঝরার সংখ্যা

এখানে যে তিনটি ঝরনা রয়েছে সেগুলি হলো কুপিকাটাখুম, মিঠাছড়ি এবং বান্দরখুম। বান্দরকুমকে অনেক সময় বান্দরিছড়া বলে অভিহিত করা হয়। কুপিকাটা খুমের ডানপাশে বেশ কিছুটা উচুঁতে পাহাড়ে উঠে ডানদিক বরাবর হেঁটে সামনে এগিয়ে ঝিরিতে নেমে আরো এগিয়ে গেলে হাতের বাম পাশে আরেকটি ঝিরি পড়ে। এই ঝিরি ধরে এগিয়ে গেলে ঝিরির শেষে বাঘ বিয়ানী ঝরনা দেখতে পাওয়া যায়। সেই জলপ্রপাতটি দেখার পরে, আবার আগের পথ ধরে ফিরে আসলে এবং আগের ঝিরি ধরে এগিয়ে গেলে, কিছু সুন্দর ক্যাসকেড দেখা যায় এবং জলপ্রপাতের শেষে বান্দর খুম জলপ্রপাত দেখতে পাওয়া যায়। এই ঝরনাটি নাপিত্তা ছড়া ঝরনা নামে পরিচিত।

ঝরনাগুলোতে যাওয়ার যে ঝিরিপথ রয়েছে সেটাকে নাপিত্তাছড়া ট্রেইল বলে। এই ঝিরিপথ ছোট ছোট নুড়িপাথরে পরির্কীর্ণ। বর্ষা মৌসুমে ঝরনা ধারায় জলপ্রবাহ উপচে পড়ে। এ ঝরনার পানি শীতল। প্রপাতের সম্মুখবর্তী অংশ বেশ গভীর। এ এলাকায় ত্রিপুরা উপজাতীয়রা বসবাস করে। বাঢ়বিয়ানী ঝরনার অবস্থানও সন্নিহিত এলকায়।

অবস্থান

সম্পাদনা

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন অন্তর্ভুক্ত নয়াদুয়ার বাজার এলাকায় এটির অবস্থান। মহাসড়ক থেকে নাপিত্তাছড়া ঝরনায় পৌছাতে ৫০-৬০ মিনিটের মত সময় লাগে।[]

ইতিহাস

সম্পাদনা

পাহাড়ের কোল ঘেষে টিপরাখুম মধ্য দিয়ে এই ঝরনায় যেতে হয়। মূলত ত্রিপুরা আদিবাসীরা এখানে থাকে। তাই এর নাম হয় টিপরাখুম।[]

চিত্রশালা

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নাপিত্তাছড়া ঝর্ণা ও ট্রেইল"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১১ 
  2. "ভরা বর্ষায় বাঘবিয়ান ও নাপিত্তাছড়া ঝরনা"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা