নাদিয়া আলমাডা

ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব

নাদিয়া কনসেয়াকো আলমাডা [১] (জন্ম ২৮ জানুয়ারী ১৯৭৭) একজন ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি বিগ ব্রাদারের পঞ্চম সিরিজ জেতার জন্য সুপরিচিত।

নাদিয়া আলমাডা
জন্ম (1977-01-28) ২৮ জানুয়ারি ১৯৭৭ (বয়স ৪৭)
Ribeira Brava, Madeira, পর্তুগাল
টেলিভিশন''বিগ ব্রাদার ৫''
আল্টিমেট বিগ ব্রাদার

পেশা সম্পাদনা

বিগ ব্রাদার সম্পাদনা

২০০৪ সালে বিগ ব্রাদারের পঞ্চম সিরিজে আলমাডা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বিগ ব্রাদার হাউসে ৭১ দিন পর, তিনি বিজয়ী হিসেবে আবির্ভূত হন। তিনি মোট ভোটের ৭৪% এবং £ ৬৩,৫০০ জিতেছেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আলমাডা মদিরার পর্তুগিজের দ্বীপে রিবেরা ব্রায়ে জন্মগ্রহণ করেন। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Researcha [অকার্যকর সংযোগ]
  2. Ellen, Barbara (২২ আগস্ট ২০০৪)। "'The more people criticised, the stronger I became'"The GuardianLondon: GMGআইএসএসএন 0261-3077ওসিএলসি 60623878। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা