নাদিয়াপুর রেলওয়ে স্টেশন
ভারতের ত্রিপুরা রাজ্যের একটি রেল স্টেশন
নাদিয়াপুর রেলওয়ে স্টেশন ভারতের ত্রিপুরার নাদিয়াপুরে অবস্থিত। এটি ভারতীয় রেলওয়ের উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের লুমডিং-সাব্রুম লাইনের একটি ভারতীয় রেলওয়ে স্টেশন। স্টেশনটি ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার নদীয়াপুরে অবস্থিত। মোট ৪টি যাত্রীবাহী ট্রেন স্টেশনে থামে। [১] [২]
নাদিয়াপুর রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন আঞ্চলিক রেল | |
অবস্থান | নাদিয়াপুর, ধর্মনগর, উত্তর ত্রিপুরা জেলা, ত্রিপুরা ভারত |
স্থানাঙ্ক | ২৪°২৩′২৮″ উত্তর ৯২°১২′৫৪″ পূর্ব / ২৪.৩৯১২৩১৯° উত্তর ৯২.২১৫১৩৪৭° পূর্ব |
উচ্চতা | ৩৭ মি (১২১ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তরপূর্ব সীমান্ত রেল |
প্ল্যাটফর্ম | ১ |
রেলপথ | ১ |
সংযোগসমূহ | অটো রিক্সা |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ (ভূমিগত) |
পার্কিং | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | চালু, ডিজেল চালিত রেলপথ |
স্টেশন কোড | NPU |
অঞ্চল | উত্তরপূর্ব সীমান্ত রেল |
বিভাগ | লামডিং রেল বিভাগ |
ইতিহাস | |
চালু | ২০০৮ |
পুনর্নির্মিত | ২০১৬ |
বৈদ্যুতীকরণ | নাই |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনানদীয়াপুর রেলওয়ে স্টেশনটি ২০০৮ সালে লুমডিং থেকে আগরতলা পর্যন্ত মিটারগেজ [৩] লাইন দিয়ে চালু হয় কিন্তু পরে ২০১৬ সালে পুরো বিভাগটি ব্রডগেজ লাইনে রূপান্তরিত হয়। [৪]
বিস্তারিত
সম্পাদনাস্টেশনটি ৩১২ কিমি দীর্ঘ ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ব্রড-গেজ লুমডিং-সাব্রুম রেললাইন যা ভারতীয় রেলওয়ের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের লুমডিং রেলওয়ে বিভাগের অধীনে রয়েছে। এটি বিদ্যুতায়ন ছাড়াই একটি একক লাইন।
সেবা
সম্পাদনাস্টেশন
সম্পাদনাস্টেশন বিন্যাস
সম্পাদনাজি | রাস্তায় স্তর | প্রস্থান/প্রবেশ এবং টিকিট কাউন্টার |
P1 | FOB, সাইড প্ল্যাটফর্ম, নং-1 দরজা বাম/ডানে খুলবে | |
ট্র্যাক 1 | → দিকে → |
প্ল্যাটফর্ম
সম্পাদনামোট ১টি প্ল্যাটফর্ম এবং ১টি ট্র্যাক রয়েছে৷
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;indiarailinfo
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ ক খ https://www.yatra.com/indian-railways/nadiapur-npu-railway-station
- ↑ "Indian Railways News January -June 2008"।
- ↑ Uttam Saha। "শিলচর থেকে আগরতলা, মহড়া ট্রেনেই উল্লাসের ঢেউ" (Bengali ভাষায়)। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "Nadiapur (NPU) Railway Station"।
- ↑ "DHARMANAGAR – SILCHAR Passenger"।
- ↑ "SCL AGTL Passenger(55664) Train Schedule"।