নাদিয়াপুর রেলওয়ে স্টেশন

ভারতের ত্রিপুরা রাজ্যের একটি রেল স্টেশন

নাদিয়াপুর রেলওয়ে স্টেশন ভারতের ত্রিপুরার নাদিয়াপুরে অবস্থিত। এটি ভারতীয় রেলওয়ের উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের লুমডিং-সাব্রুম লাইনের একটি ভারতীয় রেলওয়ে স্টেশন। স্টেশনটি ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার নদীয়াপুরে অবস্থিত। মোট ৪টি যাত্রীবাহী ট্রেন স্টেশনে থামে। [] []

নাদিয়াপুর রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন আঞ্চলিক রেল
অবস্থাননাদিয়াপুর, ধর্মনগর, উত্তর ত্রিপুরা জেলা, ত্রিপুরা
ভারত
স্থানাঙ্ক২৪°২৩′২৮″ উত্তর ৯২°১২′৫৪″ পূর্ব / ২৪.৩৯১২৩১৯° উত্তর ৯২.২১৫১৩৪৭° পূর্ব / 24.3912319; 92.2151347
উচ্চতা৩৭ মি (১২১ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তরপূর্ব সীমান্ত রেল
প্ল্যাটফর্ম
রেলপথ
সংযোগসমূহঅটো রিক্সা
নির্মাণ
গঠনের ধরনআদর্শ (ভূমিগত)
পার্কিংআছে
অন্য তথ্য
অবস্থাচালু, ডিজেল চালিত রেলপথ
স্টেশন কোডNPU
অঞ্চল উত্তরপূর্ব সীমান্ত রেল
বিভাগ লামডিং রেল বিভাগ
ইতিহাস
চালু২০০৮; ১৬ বছর আগে (2008)
পুনর্নির্মিত২০১৬; ৮ বছর আগে (2016)
বৈদ্যুতীকরণনাই
অবস্থান
নাদিয়াপুর ত্রিপুরা-এ অবস্থিত
নাদিয়াপুর
নাদিয়াপুর
ত্রিপুরায় অবস্থান

ইতিহাস

সম্পাদনা

নদীয়াপুর রেলওয়ে স্টেশনটি ২০০৮ সালে লুমডিং থেকে আগরতলা পর্যন্ত মিটারগেজ [] লাইন দিয়ে চালু হয় কিন্তু পরে ২০১৬ সালে পুরো বিভাগটি ব্রডগেজ লাইনে রূপান্তরিত হয়। []

বিস্তারিত

সম্পাদনা

স্টেশনটি ৩১২ কিমি দীর্ঘ ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ব্রড-গেজ লুমডিং-সাব্রুম রেললাইন যা ভারতীয় রেলওয়ের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের লুমডিং রেলওয়ে বিভাগের অধীনে রয়েছে। এটি বিদ্যুতায়ন ছাড়াই একটি একক লাইন।

  • ধর্মনগর এবং শিলচরের মধ্যে প্রতিদিন ১টি ট্রেন চলে।ট্রেন নদীয়াপুর স্টেশনে থামে। [] [] []
  • আগরতলা এবং শিলচরের মধ্যে প্রতিদিন ১টি ট্রেন চলাচল করে।ট্রেন নদীয়াপুর স্টেশনে থামে। [] []

স্টেশন

সম্পাদনা

স্টেশন বিন্যাস

সম্পাদনা
জি রাস্তায় স্তর প্রস্থান/প্রবেশ এবং টিকিট কাউন্টার
P1 FOB, সাইড প্ল্যাটফর্ম, নং-1 দরজা বাম/ডানে খুলবে
ট্র্যাক 1 দিকে →

প্ল্যাটফর্ম

সম্পাদনা

মোট ১টি প্ল্যাটফর্ম এবং ১টি ট্র্যাক রয়েছে৷

তথ্যসূত্র

সম্পাদনা
  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; indiarailinfo নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. https://www.yatra.com/indian-railways/nadiapur-npu-railway-station
  3. "Indian Railways News January -June 2008" 
  4. Uttam Saha। "শিলচর থেকে আগরতলা, মহড়া ট্রেনেই উল্লাসের ঢেউ" (Bengali ভাষায়)। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২০ 
  5. "Nadiapur (NPU) Railway Station" 
  6. "DHARMANAGAR – SILCHAR Passenger" 
  7. "SCL AGTL Passenger(55664) Train Schedule"