নাজির আহমেদ ডিগ্রি কলেজ হচ্ছে খুলনা বিভাগে মাগুরা জেলার বেরইল ইউনিয়নে অবস্থিত একটি বেসরকারি কলেজ। এটি ১৯৮৭ সালে আতিয়ার রহমান নান্নু মিয়া প্রতিষ্ঠিত করেন।

নাজির আহমেদ ডিগ্রী কলেজ
নীতিবাক্যশিক্ষা অর্জনই লক্ষ্য
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৮৭
সভাপতিআবু নাসের বাবলু
অধ্যক্ষকাজী নজরুল ইসলাম
প্রতিষ্ঠাতাআতিয়ার রহমান নান্নু মিয়া
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫০
শিক্ষার্থী১০০০+
স্নাতক৪০০+
স্নাতকোত্তর৩০০+
অন্যান্য শিক্ষার্থী
৫০০+
অবস্থান
বেরইল পলিতা ইউনিয়ন, মাগুরা
, ,
ওয়েবসাইট[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নাজির আহমেদ ডিগ্রী মহাবিদ্যালয়"বাংলাদেশ তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]