নাজাফ প্রদেশ (আরবি: النجف) ইরাকের একটি প্রদেশ। প্রদেশটির আয়তন ২৮,৮২৪ বর্গকিলোমিটার। ২০০৩ সালে এর প্রাক্কলিত জনসংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। ১৯৭৬ সালের আগে প্রদেশটি দিওয়ানিয়া প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান আল মুসান্না ও আল-কাদিসিয়্যাহ প্রদেশগুলিও এই দিওয়ানিয়া প্রদেশের অংশ ছিল। দখলকারী কোয়ালিশন সেনাবাহিনী ৩য় প্রদেশ হিসেবে নাজাফকে ইরাকি পূর্ণ নিয়ন্ত্রণে হস্তান্তর করে। [১] [২]

নাজাফ প্রদেশ
النجف
প্রদেশ
নাজাফ প্রদেশের অবস্থান
স্থানাঙ্ক: ৩১°৭′ উত্তর ৪৩°৪৮′ পূর্ব / ৩১.১১৭° উত্তর ৪৩.৮০০° পূর্ব / 31.117; 43.800
দেশইরাক
রাজধানীনাজাফ
আয়তন
 • মোট২৮,৮২৪ বর্গকিমি (১১,১২৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০০৩)
 • মোট৯,৩১,৬০০
প্রধান ভাষাসমূহআরবি
ইমাম আলী মসজিদ

প্রদেশের রাজধানী নাজাফ শহর। আল কুফাহ এই প্রদেশের আরেকটি বড় শহর। দুইটি শহরই শিয়া মুসলিমদের পবিত্র তীর্থস্থল। এই প্রদেশের অধিকাংশ জনগণই শিয়া মুসলিম।

আরও দেখুন সম্পাদনা