নাজমুন নেসা পিয়ারি
নাজমুন নেসা পিয়ারি একজন বাংলাদেশি লেখক, সাংবাদিক এবং সাংস্কৃতিক সংগঠক।[১] ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।[২] ২০১৬ সালে তিনি বাংলা একাডেমি প্রবর্তিত সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার লাভ করেন।[৩]
নাজমুন নেসা পিয়ারি | |
---|---|
জন্ম | ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশি |
শিক্ষা | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | সাংবাদিকতা |
পরিচিতির কারণ | সাহিত্যিক |
দাম্পত্য সঙ্গী | শহীদ কাদরী |
পুরস্কার | একুশে পদক (২০২০) |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাপিয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৪] শিক্ষাজীবন শেষ করে সিদ্ধেশ্বরী কলেজে শিক্ষিকা হিসেবে যোগদান করেন। পরে ইডেন মহিলা কলেজে কিছুদিন শিক্ষকতা করেন। ১৯৮০ সাল থেকে পত্রিকাতে নিয়মিত লেখালেখি শুরু করেন।[৪]
কর্মজীবন
সম্পাদনাপিয়ারী ১৯৭৬ সালে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগে সাংবাদিক হিসেবে যোগদান করেন।[৪] তিন বছর বাংলা বিভাগে কাজ করার পর জার্মান ও ইংরেজি বিভাগেও কাজ করেন। ১৯৯০ সালে তিনি প্রথম বিদেশী হিসেবে ডয়েচে ভেলের মার্কেটিং এবং গণসংযোগ বিভাগের সম্পাদক হিসেবে যোগদান করেন। ২০০৩ সাল এ বিভাগে কাজ করার পর বার্লিনে চলে যান। ২০০৫ সালে তার প্রথম অনুবাদ গ্রন্থ ‘পিয়ানো টিচার’ প্রকাশিত হয়। এর মূল রচয়িতা ছিলেন এলফ্রিডে জেলিনেকের লেখা। ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত তিনি চারটি গ্রন্থ অনুবাদ করেছেন।[৪]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাতিনি ১৯৭১ সালে শহীদ কাদরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৪] ১৯৭৪ সালে ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কবিতাটি কাদরী তাকে উৎসর্গ করেন।[৪][৫] কবিতাটি সে সময় জনপ্রিয়তা লাভ করে।[৪] পিয়ারী বর্তমানে জার্মানিতে বসবাস করেন।[৬]
গ্রন্থ
সম্পাদনা- সত্তার অসীম আকাশ : জার্মানবাসী বাঙ্গালির মুক্তিযুদ্ধ (২০০৯)
- প্রেমে-অপ্রেমে
- শহীদ কাদরীর একশ কবিতা (২০১৮)
সম্মাননা
সম্পাদনা- সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার (২০১৬)
- একুশে পদক (২০২০)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রবাসী লেখক নাজমুন নেসা পিয়ারি"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি চিকিৎসা বিজ্ঞানী ডা. সায়েবা"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার পেলেন শামীম আজাদ ও নাসমুন নেসা পিয়ারি"। ইত্তেফাক। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "তোমাকে অভিবাদন হে প্রিয়তমা"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "তোমাকে অভিবাদন প্রিয়তমা কবিতাটি আমাকে উৎসর্গ করেছিল শহীদ কাদরী – নাজমুন নেসা পিয়ারি"। ভিওএ। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "দুই প্রবাসীর একুশে পদক পাওয়ার খবরে যুক্তরাষ্ট্রে উচ্ছ্বাস"। বিডিনিউজ২৪.কম। ৭ ফেব্রুয়ারি ২০২০।