নাজমি নাসারউদ্দিন

মুহাম্মদ নাজমি বিন নাসারউদ্দিন ২০১৬ সাল থেকে একজন মালয়েশিয়ার পেশাদার ফুটবল রেফারি

নাজমি নাসারউদ্দিন
পূর্ণ নাম মুহাম্মদ নাজমি বিন নাসারউদ্দিন
ঘরোয়া
বছর লীগ দায়িত্ব
২০১৬– মালয়েশিয়া প্রিমিয়ার লিগ রেফারি
২০১৮– মালয়েশিয়া সুপার লিগ রেফারি
আন্তর্জাতিক
বছর লীগ দায়িত্ব
২০১৬– ফিফা তালিকাভুক্ত রেফারি

কর্মজীবন

সম্পাদনা

নাজমি ২০১১ সাল থেকে প্রিমিয়ার লিগ এবং সুপার লিগে রেফারি করেছেন, ২০১৬ সালে ফিফা আন্তর্জাতিক রেফারির তালিকায় উন্নীত হয়েছেন। তিনি চতুর্থ কর্মকর্তা হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপে অসংখ্য ম্যাচ পরিচালনা করেছেন।[]

২০১৭ সালের ফেব্রুয়ারিতে, তিনি একটি ২০১৭ এএফসি কাপ ম্যাচ পরিচালনা করেন, যা ইয়াদানারবন এফসি এবং হোম ইউনাইটেড এফসি- এর মধ্যে গ্রুপ পর্বের টাই।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Nazmi Nasaruddin Statistic"। Soccerway। ১ জুলাই ২০১৭। 
  2. "Yadanarbon vs. Home United"। Soccerway। ২২ ফেব্রুয়ারি ২০১৭।