নাগ রাজ্য হল নাগ নামক কঠোর ও যুদ্ধবাজ[১] উপজাতির এলাকা।[২] তাদেরকে কিন্নরদের মত অতিপ্রাকৃত জাতিগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হত।

সংস্কৃত ভাষায় নাগ শব্দের অর্থ সাপ। নাগ জনগোষ্ঠী ছিল সর্প-উপাসনাকারী গোষ্ঠী যাদেরকে পরবর্তীতে প্রাচীন ভারতীয় সাহিত্যে নাগ হিসেবে বর্ণনা করা হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

কিংবদন্তি সম্পাদনা

মহাভারত মহাকাব্য নাগদের ইতিহাস দিয়ে শুরু হয়, বিস্ময়কর বিস্তারিতভাবে, প্রথম বইয়ের (আদি পর্ব) প্রাথমিক অধ্যায়গুলি বিস্তৃত। এই অধ্যায়গুলিকে পৌষ্য, পলোমা ও অস্তিকা নামে তিনটি উপ-খণ্ডে ভাগ করা হয়েছিল।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sekharipuram Vaidyanatha Viswanatha। Hindu culture in ancient India 
  2. "Mushika - AncientVoice"ancientvoice.wikidot.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১২ 
  3. "Mushika - AncientVoice"ancientvoice.wikidot.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১২