নলিনী বেরা (জন্ম: ২০ জুলাই, ১৯৫২ খ্রি:) একজন বাঙালি সাহিত্যিক ও ঔপন্যাসিক।

নলিনী বেরা
জন্ম২০ জুলাই, ১৯৫২
বাছুরখোয়াড় গ্রাম, গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুর
পেশাপ্রাক্তন আধিকারিক,‌ খাদ্য ও সরবরাহ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার সাহিত্যিক
ভাষাবাংলা
জাতীয়তাভারতীয়
শিক্ষা প্রতিষ্ঠানমেদিনীপুর কলেজ, ঝাড়গ্রাম রাজ কলেজ
উল্লেখযোগ্য রচনাশবরচরিত, সুবর্ণরেণু সুবর্ণরেখা
উল্লেখযোগ্য পুরস্কারবঙ্কিম পুরস্কার(২০০৮ খ্রি:) , আনন্দ পুরস্কার (২০১৯ খ্রি:)

নলিনী বেরার জন্ম পশ্চিম মেদিনীপুর জেলার গোপীবল্লভপুরের নিকট বাছুরখোয়াড় গ্রামে। ছোটবেলা থেকে দারিদ্রের সাথে লড়াই করে পড়াশোনা করেছেন তিনি। তাঁর শিক্ষা সম্পন্ন হয় মেদিনীপুর কলেজে ও পরে নকশাল আন্দোলনের কারণে ঝাড়গ্রাম রাজ কলেজে। ১৯৭৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের আধিকারিক হিসাবে চাকরিতে ঢোকেন।

সাহিত্য সম্পাদনা

কবিতা লেখা দিয়ে তাঁর সাহিত্য জীবন শুরু। ১৯৭৯ সালে নলিনী বেরার প্রথম গল্প 'বাবার চিঠি' দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তিনি পল্লীপ্রকৃতি নিয়ে সমাজসচেতন সাহিত্যরচনায় পারদর্শী। তাঁর উপন্যাসগুলি হল শবরচরিত, কুসুমতলা, ফুলকুসমা, দুই ভুবন, চোদ্দ মাদল, ইরিনা এবং সুধন্যরা, এই এই লোকগুলো, শশধর পুরাণ ইত্যাদি। চার দশকের সাহিত্যচর্চায় অজস্র ছোটোগল্প ও উপন্যাস লিখেছেন।[১][২]

পুরস্কার সম্পাদনা

২০০৮ সালে বঙ্কিম পুরস্কার পান নলিনী বেরা তাঁর শবরচরিত উপন্যাসের জন্য। সুবর্ণরেণু সুবর্ণরেখা উপন্যাসের জন্য ১৪২৫ বঙ্গাব্দের আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি।[৩] পুরস্কার হিসেবে প্রাপ্ত ১০ লক্ষ টাকা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ছাত্র ছাত্রীদের জন্য দান করেন এই সাহিত্যিক।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "We used to be so poor that rice was a luxury: Nalini Bera"www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০ 
  2. "জীবন ও সারস্বত সাধনা" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২০ 
  3. চক্রবর্তী, গৌতম। "আনন্দ পুরস্কারে সম্মানিত নলিনী বেরা"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০ 
  4. Desk, National (২০১৯-০৭-৩১)। "পুরস্কারের অর্থমূল্য অভাবী পড়ুয়াদের উদ্দেশ্যে দান সাহিত্যিক নলিনী বেরার"Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০