নলবাড়ী রেলওয়ে স্টেশন

ভারতের আসাম রাজ্যের রেলওয়ে স্টেশন

নলবাড়ী রেলওয়ে স্টেশন নলবাড়ী শহরের উত্তর অংশে অবস্থিত। এটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রাঙ্গিয়া রেলওয়ে বিভাগের অন্তর্গত

নলবাড়ী রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল জংশন স্টেশন
অবস্থাননলবাড়ী, আসাম
ভারত
স্থানাঙ্ক২৬°২৭′০৩″ উত্তর ৯১°২৬′২১″ পূর্ব / ২৬.৪৫০৭° উত্তর ৯১.৪৩৯১° পূর্ব / 26.4507; 91.4391
উচ্চতা৫৩ মিটার (১৭৪ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তরপূর্ব সীমান্ত রেল
নির্মাণ
গঠনের ধরনআদর্শ
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
অন্য তথ্য
অবস্থাচালু
স্টেশন কোডNLV
অঞ্চল উত্তরপূর্ব সীমান্ত রেল
বিভাগ রাঙ্গিয়া রেলওয়ে বিভাগ
অবস্থান
নলবাড়ী আসাম-এ অবস্থিত
নলবাড়ী
নলবাড়ী
আসামের মানচিত্র #ভারতের মানচিত্র
নলবাড়ী ভারত-এ অবস্থিত
নলবাড়ী
নলবাড়ী
আসামের মানচিত্র #ভারতের মানচিত্র

ট্রেন সম্পাদনা

স্টেশনে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন থামে, তার মধ্যে কয়েকটি হল আলিপুর দুয়ার জং-গুয়াহাটি প্যাসেঞ্জার, আলিপুরদুয়ার-লুমডিং ইন্টারসিটি এক্সপ্রেস, গুয়াহাটি-নিউ বঙাইগাঁও জংশন মানস রাইনো প্যাসেঞ্জার, কামরূপ এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেইল।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা