নরেশ চন্দ্র চতুর্বেদী

ভারতীয় রাজনীতিবিদ

নরেশ চন্দ্র চতুর্বেদী (৩০ এপ্রিল ১৯২৮ - ২৯ নভেম্বর ১৯৯৯) ছিলেন একজন ভারতীয় লেখক, রাজনীতিবিদ এবং কবি, প্রধানত হিন্দি ভাষায় লিখতেন। তিনি উত্তরপ্রদেশের ফররুখাবাদে জন্মগ্রহণ করেন। তিনি জবলপুর বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে এমএ সম্পন্ন করেন। [১]

চতুর্বেদী ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন এবং কানপুর নির্বাচনী এলাকা থেকে ৮ম লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। [২] তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। [৩][কখন?] ] ১৯৯৯ সালে, তিনি এসসি এবং এসটি জাতীয় কমিশনের সদস্য ছিলেন। [১]

চতুর্বেদী ২৯ নভেম্বর ১৯৯৯ সালে ৭১ বছর বয়সে কানপুরে মারা যান। [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Who's who of Indian Writers, 1999: A-MSahitya Akademi। ১৯৯৯। পৃষ্ঠা 234। আইএসবিএন 8126008733। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৪ 
  2. "Members Bioprofile - CHATURVEDI, SHRI NARESH CHANDRA"Lok Sabha। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৪ 
  3. Ayub Syed; Anees Jahan Syed (২০০৩)। Twenty Tumultuous Years। পৃষ্ঠা 592। আইএসবিএন 8121208041 
  4. Parliamentary Debates, House of the People। Parliament Secretariat। ১৩ মার্চ ২০০০। পৃষ্ঠা 1। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩