নবীন জয়সওয়াল

ভারতীয় রাজনীতিবিদ

নবীন জয়সওয়াল ভারতের ঝাড়খণ্ড বিধানসভার সদস্য। তিনি হাতিয়া বিধানসভা আসনের বিধায়ক হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। তিনি সর্ব ঝাড়খণ্ড ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন এবং ২০১৪ সালের নভেম্বরে ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতন্ত্রিক) দলে যোগ দেন। [১][২]

ফেব্রুয়ারি ২০১৫ সালে, জয়সওয়াল ছয় এমএলএ -এর মধ্যে ছিলেন যারা বিজেপিতে যোগদান করেছিলেন। এটা ছিল তাদের স্পিকারের নিকট ভারতীয় জনতা পার্টির জোট সদস্যদের পাশে বসার অনুমতি চাওয়ার পরের দিনের ঘটনা। [৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Shrivastava, Suman K.; Kiro, Santosh K. (১৬ জুন ২০১২)। "Ajsu teaches Cong a lesson - Jaiswal emerges Hatia winner, BJP misses Munda touch"The Telegraph। India। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৮ 
  2. HATIA MLA NAVIN JAISWAL JOINS JVM
  3. RS POLLS: HC TO HEAR JVM PLEA ON JUNE 4
  4. 6 oppn MLAs join BJP, govt gets majority in Jharkhand