বাচ্চা
(নবজাতক থেকে পুনর্নির্দেশিত)
যখন একটি মানব সন্তান তার মায়ের কাছ থেকে যখন জন্মগ্রহণ করে তখন সে মানব সন্তান বাচ্চা বা ইংরেজিতে বেবি নামে পরিচিত। একটি নতুন আগত বাচ্চাকে ১ থেকে ৩ মাস পর্যন্ত বাচ্চা বলে ডাকা হয়। তাদেরকে ৩ বছর পর্যন্ত শিশু বলে অবিহিত করা হয় এবং এটি ততক্ষণ পর্যন্ত অভিহিত করা হয় যতক্ষণ পর্যন্ত তাদের কে বিদ্যালয়ে ভর্তি করে না দেওয়া হয়।
শৈশবকাল মানব জীবনের ১ম ধাপ। বিষেজ্ঞদের মতে এ সময়ে তারা হাঁটা চলা এবং কথা বলতে শুরু করে। যখন তারা হাঁটতে শুরু করে তখন তারা আস্তে সব করতে শিখে।সচারচর ১ থেকে ৩ বৎসর পর্যন্ত শৈশবকাল চলে।
বাচ্চা এমন একটি শব্দ যেখানে ছেলে কিংবা মেয়ে সন্তানের উল্লেখ নেই।ছেলে এবং মেয়ে উভয় সন্তানকেই তখন সমান দৃষ্টিতে দেখা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- Baby Pictures ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ এপ্রিল ২০১৩ তারিখে Newborns, Infants and Toddlers
- Kids Height/Weight Calculator by Parenting Nation
- Baby Foods Guide ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ আগস্ট ২০২০ তারিখে Benefits of Organic Baby Food
উইকিমিডিয়া কমন্সে Babies সংক্রান্ত মিডিয়া রয়েছে।