নন্দিতা বসু হলেন একজন অধ্যাপক এবং ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ওয়াটার সাসটেইনেবিলিটি এবং ইকোহাইড্রোলজির কানাডা রিসার্চ চেয়ার। [][] তার গবেষণা মূলত ভূমি ব্যবহার এবং জলবায়ুর পরিবর্তনের মাধ্যমে জলের প্রাপ্যতা এবং গুণমানের উপর নৃতাত্ত্বিক প্রভাব বিষয়ক। বসু পুষ্টির উত্তরাধিকারের প্রভাব আবিষ্কার এবং হ্রদ ও উপকূলীয় অঞ্চলের জলের গুণমান উন্নয়ন করার প্রস্তাবিত সমাধানমূলক কাজের জন্য পরিচিত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Nandita B. Basu /PhD, University of Waterloo, Waterloo - UWaterloo: Department of Civil and Environmental Engineering"ResearchGate (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৩ 
  2. "Pollution reduction work can take decades to see results"CBC.ca। Canada: CBC.ca। ২৩ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৩