নগেন্দ্রনাথ সেন

বাঙালি চিকিৎসক

নগেন্দ্রনাথ সেন (? – আশ্বিন ১৩২৬ ব) পশ্চিমবঙ্গের কালনা জেলার বর্ধমানে জন্মগ্রহণ করেন। তিনি কলিকাতা ক্যাম্বেল মেডিক্যাল স্কুল থেকে ডাক্তারী পাশ করেন এবং পরবর্তী জীবনে কবিরাজী মতে চিকিৎসা শুরু করেন। তিনি ‘কেশরঞ্জন’ তৈলে’র আবিষ্কর্তা হিসাবে সমধিক পরিচিত হন। তিনি বহু কবিরাজী গ্ৰন্থ সঙ্কলন ও বাংলায় অনুবাদ করেছেন। তার রচিত গ্রন্থ গুলো হলো ‘রোগিচর্চা’, ‘পাঁচন ও মুষ্টিযোগ’, ‘সচিত্র কবিরাজি শিক্ষা’, ‘সচিত্র ডাক্তারি শিক্ষা’, ‘সচিত্র পরিচর্যা শিক্ষা’, ‘সচিত্র সুশ্রুতসংহিতা’, ‘দ্রব্যগুণ শিক্ষা’ প্রভৃতি।[১] কবিরাজ বিনোদলাল সেন ও ‘জবাকুসুম তেলে’র আবিষ্কারক চন্দ্ৰকিশোর সেন ছিলেন তার নিকট-আত্মীয়।

বিজ্ঞানী মেঘনাদ সাহা তার কাছে জার্মান ভাষা শিখতেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নগেন্দ্রনাথ সেন - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.m.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২০-১০-২১