নওজাদ হাদি মওলুদ

রাজনীতিবিদ

নওজাদ হাদি মওলুদ (কুর্দি: نەوزاد هادی) আর্বিল প্রদেশের প্রাক্তন গভর্নর। হাদি ১৯৬৩ সালে আর্বিলে জন্মগ্রহণ করেন এবং তিনি ২০০৪ সালে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[১][২] নওজাদ হাদি ২০১৯ সালের ১০ সেপ্টেম্বরে গভর্নর পদ থেকে পদত্যাগ করেন এবং ফিরসাত সোফি আলী তার স্থলাভিষিক্ত হন। তিনি আর্বিলে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির অন্যতম প্রধান ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Erbil Governorate | محافظة اربيل | پارێزگای هه‌ولێر"www.hawlergov.org। ২০১২-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "نوزاد هادي يقلل من "خطر النازحين" على اربيل ويهاجم مطلقي الشائعات | شفق نيوز"। ২০১৬-০৪-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১০-৩০