নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট
নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের একটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান।[১][২][৩] এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। চারটি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ৫টি বিভাগ চলমান রয়েছে।[৪]
ধরন | সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট |
---|---|
স্থাপিত | ২০০০ |
অধ্যক্ষ | ইঞ্জিঃ মোঃ ফজলুল হক |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৩৫ |
অবস্থান | দুবোলহাটি সড়ক, নওগাঁ, বাংলাদেশ , ২৪°৪৭′৫৩″ উত্তর ৮৮°৫৬′০০″ পূর্ব / ২৪.৭৯৮১৩৪° উত্তর ৮৮.৯৩৩৩৬২° পূর্বস্থানাঙ্ক: ২৪°৪৭′৫৩″ উত্তর ৮৮°৫৬′০০″ পূর্ব / ২৪.৭৯৮১৩৪° উত্তর ৮৮.৯৩৩৩৬২° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে ২০ একর (৮.১ হেক্টর) |
অধিভুক্তি | বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | www |
![]() |
অবস্থানসম্পাদনা
নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটটি নওগাঁর গোস্তহাটির মোড় থেকে ১ কিলোমিটার দক্ষিণে দোবলহাটি রোড এ অবস্থিত ।
ইতিহাসসম্পাদনা
তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এর প্রচেষ্টায় ২০০০ সালে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। ২০০৪ সালে চারটি প্রযুক্তিতে ডিপ্লোমা কোর্স নিয়ে এর একাডেমিক কার্যক্রম শুরু হয়।
ল্যাব এবং ওয়ার্কসপসমূহসম্পাদনা
উক্ত প্রতিষ্টানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে নিম্নোক্ত ল্যাব।
- বেসিক কম্পিউটার ল্যাব
- ড্রইং/ড্রাফটিং ল্যাব
- বেসিক ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ল্যাব
- কম্পিউটার হার্ডওয়্যার ও মাইক্রোপ্রসেসর ল্যাব
- ক্যাড ল্যাব
- নেটওয়ার্ক ল্যাব
- সার্ভেইং ল্যাব
- হাইড্রোলিক ল্যাব
- কনস্ট্রাকশন ল্যাব
- ফিজিক্স ল্যাব
- প্লাম্বিং ল্যাব
- কেমেস্ট্রি ল্যাব
- মডেল মেকিং ল্যাব
- সফটওয়্যার ল্যাব
অনুষদসমূহসম্পাদনা
- কম্পিউটার প্রযুক্তি
- খাদ্য প্রযুক্তি
- পরিবেশ প্রযুক্তি
- স্থাপত্য ও অভ্যন্তর নকশা প্রযুক্তি
- পুরকৌশল প্রযুক্তি
ছাত্র সংগঠনসম্পাদনা
নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটে রয়েছে রোভার স্কাউট সহ ছাত্রদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "নওগাঁয় ব্যবহারিক ক্লাসে দ্রবণের বিস্ফোরণে ছয় ছাত্র আহত"। Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০।
- ↑ "নওগাঁ পলিটেকনিকে বিস্ফোরণে আহত শিক্ষার্থীর মৃত্যু"। RTV Online। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০।
- ↑ "নওগাঁ পলিটেকনিক ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২০।
- ↑ পলিটেকনিক ইন্সটিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট সংক্রান্ত মিডিয়া রয়েছে। |