ধিন্ধর হল ভারতীয় আহির বর্ণের একটি নিম্ন মহকুমা যাকে রন্ডিপুত্র বলা হয়।[১] তাদের সম্পর্কে বিশ্বাস করা হয় যে তারা একজন রাজপুত পুরুষ এবং একজন বারঘা আহির মহিলার মিলনের ফসল।[২] এ কারণে এদের ধোর, রন্ডিপুত্র ও নিচ ইত্যাদি বলা হয়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Elliot, Sir Henry Miers (১৮৪৫)। Supplement to the Glossary of Indian Terms (ইংরেজি ভাষায়)। Printed at the Secundra Orphan Press by N.H. Longden। 
  2. H.R. Nevill (১৯০৯)। Gorakhpur: a Gazetteer being volume XXXI of the District Gazetteers of the United Provinces of Agra and Oudh। Allahabad, Superntendent, Government press।