ধর্মপ্রচারকেন্দ্র

একটি ধর্মপ্রচারকেন্দ্র হচ্ছে ধর্ম প্রচারণার নিমিত্তে নির্মিত ভবন বা ভবনপুঞ্জ। অবস্থান ও বসবাস করার পাশাপাশি ধর্মপ্রচারকরা তাদের ধর্মপ্রচারণামূলক কার্যাবলী সাধারণত ধর্মপ্রচারকেন্দ্র থেকে পরিচালনা করে থাকেন।

ক্যালিফোর্নিয়ার গ্যাব্রিয়েলে অবস্থিত একটি খ্রিস্টান ধর্মপ্রচারকেন্দ্র

খ্রিস্টধর্ম সম্পাদনা

ঐতিহাসিকভাবে, স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীতে খ্রিস্টান ধর্মের বিশ্বাস ছড়িয়ে দেওয়ার জন্য ধর্মপ্রচারক সম্প্রদায় খ্রিস্টধর্ম প্রচার অভিযানে গমন করে থাকে। ধর্মপ্রচারণা কাজে ধর্মপ্রচারকদের যাবতীয় আবাসিক ও প্রশাসনিক সহযোগিতা করার উদ্দেশ্যে ধর্মপ্রচারকেন্দ্রগুলো নির্মিত হয়।

আমেরিকার স্প্যানিশ ঔপনিবেশিকীকরণের সময় আমেরিকায় প্রেরিত স্প্যানিশ খ্রিস্টধর্ম প্রচার অভিযানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একটি ক্যাথলিক ধর্মপ্রচারকেন্দ্রে সাধারণত গীর্জা, বাগান, মাট, খেতখামার, আমাসন ব্যবস্থা, বিদ্যালয় ও ধর্মপ্রচারকদের কার্যালয় অন্তর্ভুক্ত থাকে। সুপেয় পানির সরবরাহ আছে সাধারণত এমন জায়গাগুলোতে ধর্মপ্রচারকেন্দ্রগুলো প্রতিষ্ঠিত হত।

আরো দেখুন সম্পাদনা

ধর্মপ্রচারক

তথ্যসূত্র সম্পাদনা