ধরিত্রী (সংবাদপত্র)

ধরিত্রী একটি ভারতীয় দৈনিক পত্রিকা যা রাজধানী ভুবনেশ্বর থেকে ওড়িয়া ভাষায় প্রকাশিত হয়। ভুবনেশ্বরে সমাজবাদী সমিতি ১৯৭৪ সালের ২৪ নভেম্বর পত্রিকাটি প্রতিষ্ঠা করেছিল। [১]

ধরিত্রী
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকসামজাবাদী সমিতি
প্রকাশকসামজাবাদী সমিতি
প্রতিষ্ঠাকাল২৪ নভেম্বর ১৯৭৪; ৪৯ বছর আগে (24 November 1974)
রাজনৈতিক মতাদর্শউদার
ভাষাওড়িয়া
সদর দপ্তরভুবনেশ্বর
প্রচলন১২৫,৫৯৮
ওয়েবসাইটwww.dharitri.com
উড়িষ্যা পোস্ট
প্রতিষ্ঠাতাধরিত্রী (সংবাদপত্র) গ্রুপ
প্রতিষ্ঠাকাল২০১১; ১৩ বছর আগে (2011)
ভাষাইংরেজি
শহরভুবনেশ্বর, সমবলপুর, আঙ্গুল, রায়গদা
দেশভারত
ওয়েবসাইটwww.orissapost.com
ফ্রি অনলাইন আর্কাইভodishapostepaper.com

ওড়িশা পোস্ট সম্পাদনা

ওড়িশা পোস্ট একটি ভারতীয় ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা যা ২০১১ সালে ধরিত্রী গ্রুপ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভুবনেশ্বর, সমবলপুর, আঙ্গুল, ওড়িশার রায়গাদা থেকে প্রকাশিত হয়েছে। [২] পত্রিকার সম্পাদক হলেন তথাগত সাতপথী

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dharitri Website
  2. "Dhariti Group launches English Daily 'Orissa Post'"Orissa News। ২ এপ্রিল ২০১১। ৩০ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা