দ্রবণ

পদার্থের জলীয় মিশ্রণ

দ্রবণ (ইংরেজি: Solution) হলো দুই বা ততোধিক পদার্থের এমন মিশ্রণ যেখানে পদার্থগুলো নিজ নিজ আণবিক রাসায়নিক ধর্ম বজায় রেখে একসাথে সূক্ষ্মভাবে মিশে একটি সমসত্ত এবং একটিমাত্র দশাসম্পন্ন মিশ্রণ উৎপন্ন করে এবং উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায়। দ্রবণে সাধারণত দুটি অংশ থাকে এই দুটি অংশ নিয়ে গঠিত দ্রবণকে বাইনারি দ্রবণ বলে | এর অংশ গুলি হল:

  1. দ্রাবক বা সলভেন্ট
  2. দ্রব বা সলিউট

যে উপাদানটির ভৌত অবস্থা উৎপন্ন দ্রবণটির ভৌত অবস্থা নির্ধারণ করে তাকে দ্রাবক বলে। সাধারণত দ্রাবক, দ্রাব্যের থেকে বেশি পরিমাণে থাকে; যেমন: চিনি, জলে দ্রবীভূত হয়ে সমসত্ত মিশ্রণ উৎপন্ন করে। এখানে চিনি হল দ্রাব্য এবং জল দ্রাবক। আবার ১০০ গ্রাম জলে ১১০ গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করলে, দ্রবণে পটাশিয়াম নাইট্রেটের চেয়ে জলের পরিমাণ কম হলেও, পটাশিয়াম নাইট্রেটের ভৌত অবস্থা জলের মত তরল হয় বলে দ্রবণটির দ্রাবক হবে জল।

সাধারণত দ্রবীভবন প্রক্রিয়া ঘটবার সময় দ্রাবক দ্বারা দ্রাব অণুর পারিপার্শ্বিক পরিবর্তনের সময় শক্তির আদান প্রদান ঘটে - যা তাপমোচী বা তাপশোষী প্রকারের হতে পারে।

দ্রবণের প্রকারভেদ

সম্পাদনা

দ্রবণে উপস্থিত উপাদানের সংখ্যার উপর নির্ভর করে: দ্রবণে উপস্থিত সংখ্যার উপর নির্ভর করে দ্রবনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। দ্রবণে দুটি উপাদান থাকলে সেটিকে বলে যুগ্ম দ্রবণ (binary solution),দ্রবণে তিনটি উপাদান উপস্থিত থাকলে সেটিকে বলে ত্রিসংখ্যক দ্রবণ(ternary solution) এবং দ্রবণে চারটি উপাদান উপস্থিত থাকলে তাকে বলে চতু:সংখ্যক দ্রবণ(quaternary solution)

দ্রাব ও দ্রাবকের ভৌত প্রকৃতির ওপর নির্ভর করে: দ্রাব ও দ্রাবকের ভৌত অবস্থার ওপর নির্ভর করে দ্রবণগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়-

দ্রাব্যতা বা দ্রবণীয়তা

সম্পাদনা

একটি যৌগের অন্য একটি যৌগে দ্রবীভূত হওয়ার ক্ষমতাকে দ্রবণীয়তা বলা হয়। কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে হয় তাই ঐ তাপমাত্রায় ঐ দ্রবের দ্রাব্যতা। পদার্থের দ্রাব্যতা তার দ্রাবকের ধরণ, তাপমাত্রা ও চাপের উপর নির্ভর করে। দ্রাব্যতার নিজস্ব কোন ও একক নেই। কখনো কখনো ঘনমাত্রার একক দ্বারা দ্রাব্যতাকে প্রকাশ করা হয়।


তরলে কঠিনের দ্রবণ

সম্পাদনা

তরল দ্রাবকের মধ্যে কঠিন দ্রাব্য মেশালে তরলে কঠিনের দ্রবণ উৎপন্ন হয়। যেমন-জলে চিনি, তুঁতে, সাধারণ লবণ দ্রবীভূত হয়ে যথাক্রমে চিনির, তুঁতের এবং লবণের জলীয় দ্রবণ উৎপন্ন করে। কার্বন ডাইসালফাইডে সালফার বা ফসফরাস দ্রবীভূত হয়ে এরকম দ্রবণ উৎপন্ন করে। গালা বা রজন জলে অদ্রাব্য কিন্তু অ্যালকোহল দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করে।

তরলে তরলের দ্রবণ

সম্পাদনা

তরল দ্রাবকের মধ্যে তরল দ্রাব্য মেশালে এই রকম দ্রবণ উৎপন্ন হয়। যেমন-জলে অ্যালকোহল বা গ্লিসারিন মেশালে এই রকম দ্রবণ তৈরি হয়।

তরলে গ্যাসের দ্রবণ

সম্পাদনা

তরল দ্রাবকের মধ্যে কোন গ্যাসীয় দ্রাব্য মেশালে এই রকম দ্রবণ উৎপন্ন হয়। যেমন- কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া গ্যাস জলে দ্রবীভূত হয়ে এইরকম দ্রবণ উৎপন্ন করে। বায়ুর অক্সিজেন জলে দ্রবীভূত হয় বলেই জলাশয়ের জলচর প্রাণীরা দ্রবীভূত অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। সোডাজল হল অতিরিক্ত চাপে যে জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড এর জলীয় দ্রবণ। করনসন

প্রকৃত দ্রবণ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা