"দ্য রেভন" (ইংরেজি: The Raven) হল মার্কিন কবি এডগার অ্যালান পো-এর লেখা একটি আখ্যানমূলক কবিতা। ১৮৪৫ সালের জানুয়ারি মাসে প্রথম প্রকাশিত এই কবিতাটি এর সংগীতময়তা, শৈলীভূত ভাষা এবং অতিপ্রাকৃত পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত। কবিতাটিতে এক হতাশ প্রেমিকের কথা আছে। একটি রহস্যময় দাঁড়কাক তার কাছে আসে এবং একটিই শব্দ বারবার উচ্চারণ করতে থাকে। প্রেমিকটিকে প্রায়শই এক ছাত্র হিসেবে চিহ্নিত করা হয়।[][] সে তার প্রেমিকা লেনোরিকে হারিয়ে বিলাপ করছে। পালাসের একটি আবক্ষ মূর্তির উপর বসে "নেভারমোর" কথাটি বারবার উচ্চারণ করে যেন কাকটি সেই প্রেমিককে আরো বিষণ্ণ করে তুলছে। কবিতাটিতে লোককথা, পৌরাণিক কাহিনি, ধর্মীয় ও ধ্রুপদী সাহিত্যের অনেক উল্লেখ পাওয়া যায়।

"দ্য রেভন" কবিতায় দেখা যায়, এক রহস্যময় দাঁড়কাক শোকার্ত কথকের কাছে এসেছে; এদুয়ার মানে অঙ্কিত (১৮৭৫), ডিজিট্যালি পরিষ্কারকৃত।

১৮৪৬ সালে লেখা "দ্য ফিলোজফি অফ কমপোজিশন" প্রবন্ধে পো জানান যে, মননশীল ও সাধারণ উভয় শ্রেণির পাঠকের উপযোগী করে এক যুক্তিপূর্ণ ও প্রণালীবদ্ধ পদ্ধতিতে তিনি এই কবিতাটি রচনা করেছেন। চার্লস ডিকেন্সের ১৮৪১ সালে প্রকাশিত বার্নাবাই রাজ উপন্যাসে বর্ণিত একটি কথা-বলা দাঁড়কাক এই কবিতার আংশিক প্রেরণা।[] এলিজাবেথ বারেটের "লেডি গেরাল্ডাইন’স কোর্টশিপ" কবিতাটির ভিত্তিতে পো এই কবিতায় জটিল অন্তমিল ছন্দ ব্যবহার করেছেন এবং সেই সঙ্গে মধ্যমিল ছন্দঅনুপ্রাসের প্রয়োগও ঘটিয়েছেন।

১৮৪৫ সালের ২৯ জানুয়ারি নিউ ইয়র্ক ইভনিং মিরর-এ "দ্য রেভন" কবিতাটি প্রথম পো-এর নামে প্রকাশিত হয়। এটির প্রকাশনা পো-কে তাঁর জীবদ্দশায় জনপ্রিয় করে তুলেছিল। অবশ্য এটি তাঁকে আর্থিক সাফল্য বেশি এনে দিতে পারেনি। কবিতায় শীঘ্রই পুনর্মুদ্রিত হয়, এটির প্যারোডি করা হয় এবং অলংকৃতও হয়। কবিতাটির সাহিত্যমূল্য সম্পর্কে সমালোচকদের মতামত দ্বিধাবিভক্ত, তবু কবিতাটি সর্বকালের সবচেয়ে বিখ্যাত কবিতাগুলির অন্যতম।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মেয়ারস, ১৬৩
  2. সিলভারম্যান, ২৩৯
  3. কোপলি ও হেইজ, ১৯২
  4. সিলভারম্যান, ২৩৭

বহিঃসংযোগ

সম্পাদনা

মূল পাঠ

সম্পাদনা

অলংকরণ

সম্পাদনা

শ্রাব্য

সম্পাদনা