দ্য মেটামরফোসিস

ফ্রান্‌ৎস কাফকা রচিত উপন্যাসিকা

দ্য মেটামরফোসিস (জার্মান: Die Verwandlung, বাংলায় প্রায়ই রূপান্তর হিসাবে অনুবাদ হয়ে থাকে) ফ্রান্‌ৎস কাফকা রচিত একটি জার্মান ভাষার উপন্যাসিকা, যা ১৯১৫ সালে প্রথম জার্মানিতে প্রকাশিত হয়। এটি ২০শ শতকের জার্মান কথাসাহিত্যের আসামান্য কাজ হিসাবে উদ্ধৃত হয়ে থাকে এবং পশ্চিমা বিশ্বের কলেজ-বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণার বিষয়।[১]

মেটামরফোসিস
লেখকফ্রান্‌ৎস কাফকা
মূল শিরোনামডি ফুওয়ান্ডলুঙ্গ
দেশঅস্ট্রিয়া-হাঙ্গেরি
ভাষাজার্মান
ধরনউপন্যাসিকা, অ্যাবজোর্ডিস্ট কথাসাহিত্য, স্লিপস্ট্রিম
প্রকাশিত১৯১৫
প্রকাশককার্ট উলফ ভার্ল্যাগ, লাইপ্‌ৎসিশ
মিডিয়া ধরনছাপা (হার্ডকভার)
ওসিএলসি৪৮০৬১৩২৯৬
পূর্ববর্তী বই'দ্য জাজমেন্ট (১৯১৩) 
পরবর্তী বই'দ্য স্টোকার (১৯২৭) 
মূল পাঠ্য
জার্মান উইকিসংকলনে ডি ফুওয়ান্ডলুঙ্গ
অনুবাদমেটামরফোসিস উইকিসংকলনে
দ্য মেটামরফোসিস গ্রন্থের একটি প্রচ্ছদ"

গল্পের কাহিনি গ্রেগর সামসা নামের একজন ভ্রাম্যমাণ বিক্রয়কর্মীর নিদ্রাভঙ্গের পর নিজেকে একটি পতঙ্গে রূপান্তরিত অবস্থায় আবিস্কারের বর্ণনার মধ্য দিয়ে শুরু হয়। যদিও গ্রেগরের এই আকস্মিক রূপান্তরের কারণ গল্পে অব্যাখ্যত থাকে।

চরিত্রসমূহ সম্পাদনা

  • গ্রেগর সামসা
  • গ্রেটা সামসা (গ্রেগরের বোন)
  • জনাব সামসা (গ্রেগরের বাবা)
  • জনাবা সামসা (গ্রেগরের মা)

অন্যান্য মাধ্যমে অভিযোজন সম্পাদনা

চলচ্চিত্র সম্পাদনা

এই গল্পের বিভিন্ন চলচ্চিত্র সংস্করণ রয়েছে, যার বেশিরভাগ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:

তথ্যসূত্র সম্পাদনা

  1. ম্যাটি এডওয়ার্ডস (ফেব্রুয়ারি ২৮, ২০১৫)। "Kafka's Metamorphosis: 100 years of perplexity"দ্য লোকালজার্মানি। সংগ্রহের তারিখ মে ০৫, ২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা

অনলাইন সংস্করণ

ধারাভাষ্য