দ্য প্রোপজিশন

২০০৫ সালের চলচ্চিত্র

দ্য প্রোপজিশন, জন হিলকোট পরিচালিত ও নাইক ক্যাভ লিখিত ২০০৫ সালের একটি অস্ট্রেলিয়ান ওয়ের্স্টান চলচ্চিত্র। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, গাই পিয়ার্সি, রয় উইনস্টোন, এমিলি ওয়াটসন, ড্যানি হাডসন, ডেভিড ওয়েনহাম। ২০০৬ সালে এটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।

দ্য প্রোপজিশন
দ্য প্রোপজিশন এর প্রোমোশনাল পোস্টার
পরিচালকজন হিলকোট
প্রযোজকক্রীস ব্রাউন
চিয়ারা মেনাজি
জ্যাকি ও’সালিভান
ক্যাট ভিল্লিয়ারস
রচয়িতানাইক ক্যাভ
শ্রেষ্ঠাংশেগাই পিয়ার্সি
রয় উইনস্টোন
এমিলি ওয়াটসন
ড্যানি হাডসন
ডেভিড ওয়েনহাম
জন হার্ট
সুরকারনাইক ক্যাভ
ওয়ারেন এলিস
চিত্রগ্রাহকবেনোইত ডেলহোমি
সম্পাদকজন গ্রেগরি
পরিবেশকফার্স্ট লুক পিকচারস
মুক্তিঅক্টোবর ৬, ২০০৫ (অস্ট্রেলিয়া)
স্থিতিকাল১০৪ মিনিট
দেশঅস্ট্রেলিয়া
যুক্তরাজ্য
ভাষাইংরেজি
নির্মাণব্যয়~$২,০০০,০০০[১]
আয়$৫,০৪৮,৬৯৩[২]

কাহিনী সূত্র সম্পাদনা

হপকিন্স ফ্যামিলির রেপ এবং মার্ডারের পর বার্নস ব্রাদারম গ্যাং এর ৩ ভাইর দুই ভাই - চার্লি আর মাইক কে পাকরাও করে ক্যাপ্টেন স্টেনলি। কারাগারে ঢুকানোর বদলে চার্লি কে প্রস্তাব দেয় ৯ দিন এর মধ্যে তাদের বড় ভাই আরথার বারন্স কে তার চাই – মৃত অথবা জীবিত না হলে ৯ দিন পর ক্রিসমাস এর দিন ছোট ভাই মাইক কে সাজা দেয়া হবে। চার্লি নিরুপায় হয়ে ভাই কে খুন করতে বেড়িয়ে পড়ে। পথে তার সাথে দেখা মিলে এক বাউন্টি হান্টার (যারা পুরস্কারের লোভে পলাতক দের খুঁজে বেড়ায়) (জন হার্ট) এর। এছাড়া চার্লি কে অঞ্চলের ব্ল্যাক একটা সম্প্রদায় আক্রমণ করে।

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

  • গাই পিয়ার্সি - চার্লি বার্নস চরিত্রে
  • রয় উইনস্টোন - ক্যাপ্টেন মরিস স্টেনলি
  • এমিলি ওয়াটসন - মারথা স্টেনলি
  • ড্যানি হাডসন - আর্থার বার্নস
  • ডেভিড ওয়েনহাম - ইডেন ফ্লেচার
  • জন হার্ট - জেলন ল্যাম্ব
  • টম ই লুইস - টু বব
  • লিয়াস পাউল - কুইনি
  • টম বাজ - স্যামুয়েল স্টুয়াট
  • ডেভিড গালপিলি্ল - জ্যাকু
  • নোয়া টেইলর - ব্রেইন ও’ল্যারি
  • মিক রোহান - ম্যাড জ্যাক ব্রেডসো
  • শানী ওয়াট - জন গরডন
  • রডনি বোচম্যান - টবি

পুরস্কার সম্পাদনা

  • অস্ট্রেলিয়ান ফিল্ম ইন্সটিটিউট অ্যাওয়ার্ডস:
    • শ্রেষ্ঠ চলচ্চিত্রকার
    • সেরা কস্টিউম ডিজাইন
    • শ্রেষ্ঠ সৃজনশীল সঙ্গীত
    • শ্রেষ্ঠ প্রডাকশন ডিজাইন
  • অস্ট্রেলিয়ার ফিল্ম ক্রিটিকস পুরস্কার ২০০৫:
    • শ্রেষ্ঠ চলচ্চিত্রকার
    • শ্রেষ্ঠ সৃজনশীল সঙ্গীত
  • ক্লিউট্রোডিস অ্যাওয়ার্ডস ২০০৬:
    • শ্রেষ্ঠ চিত্রনাট্য - মৌলিক (নিক কেভ)
  • ইনসাইড ফিল্ম অ্যাওয়ার্ডস:
    • শ্রেষ্ঠ চলচ্চিত্রকার
    • শ্রেষ্ঠ চলচ্চিত্র
    • সেরা সঙ্গীত
    • শ্রেষ্ঠ প্রডাকশন ডিজাইন
  • সান দিয়েগো ফিল্ম ক্রিটিকস সোসাইটি অ্যাওয়ার্ডস ২০০৬:
    • শ্রেষ্ঠ সহভিনেতার (রয় উইনস্টোন)
  • ভেনিস ফিল্ম ফেস্টিভাল:
    • গোসি পুরস্কার

বক্স অফিস সম্পাদনা

অস্ট্রেলিয়ার বক্স অফিসে দ্য প্রোপজিশন $২,২৭১,১০০ অয় করে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ""Turning words into pictures." An interview with production designer Chris Kennedy"। The Australian Film Institute। February 2010। ২২ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 25 March,2013  line feed character in |শিরোনাম= at position 69 (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "The Proposition"বক্স অফিস মোজো। 22 September 2011। সংগ্রহের তারিখ 25 March,2013  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "Film Victoria - Australian Films at the Australian Box Office" (পিডিএফ)। ১৮ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা