দ্য পার্ক নয়া দিল্লি

ভারতের নয়া দিল্লিতে অবস্থিত একটি পাঁচ তারকা হোটেল৷

দ্য পার্ক নয়া দিল্লি হচ্ছে ভারতের নয়া দিল্লিতে অবস্থিত একটি পাঁচ তারকা হোটেল৷ এটি দ্য পার্ক হোটেল গ্রুপের একটি সম্পত্তি৷ ভারতের রাজধানী ও অন্যতম ব্যস্ত শহর দিল্লিতে অবস্থিত অন্যান্য পাঁচ তারকা হোটেলের পাশাপাশি এ হোটেলটিও একটি সুপরিচিত হোটেল৷

অবস্থান সম্পাদনা

হোটেলটি ভারতের নয়া দিল্লির ১৫ নং পার্লামেন্ট স্ট্রিট এ অবস্থিত৷ এটি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে প্রায় ১৬ কিলোমিটার এবং রেলওয়ে স্টেশন হতে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত৷[১]

ইতিহাস সম্পাদনা

দ্য পার্ক নয়া দিল্লি হোটেল এর কার্যক্রম শুরু হয় ১৯৮৭ সালে৷ এর অভিভাবক কোম্পানি হচ্ছে দ্যা পার্ক হোটেলস লিমিটেড৷ দ্যা পার্ক হোটেলস গ্রুপ প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালের ১ নভেম্বর৷ হোটেল গ্রুপটির প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে অবস্থিত৷ এর প্রতিষ্ঠাতা হলেন পরলোকগত সুরেন্দ্র পাল৷ সুরেন্দ্র পাল এর মৃত্যুর পর ১৯৯০ সালে তার কন্যা প্রিয়া পাল এ পারিবারিক হোটেল ব্যবসার দায়িত্ব গ্রহণ করেন৷

হোটেল নির্মানশৈলী সম্পাদনা

১১ তলা বিশিষ্ট হোটেলটিতে ২২০ টি কক্ষ রয়েছে৷ হোটেলটির বর্তমান চেয়ারপার্সন প্রিয়া পাল ডিজাইন কিংবদন্তি স্যার টেরেন্স কনরনের সহযোগিতায় আধুনিক ও প্রাচীন ঐতিহ্যের সংমিশ্রনে হোটেলটির ডিজাইন করেন৷ হোটেলের বাইরের আকৃতি কিছুটা বক্রাকৃতি৷ হোটেলটির বাইরের ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইন এর ক্ষেত্রে মাটি, পানি, বায়ু, অগ্নি এবং শূন্য এ পাঁচটি উপাদানের ধারণা প্রয়োগ করা হয়েছে৷ হোটেলটির বিভিন্ন স্থানে স্বচ্ছ কাঁচের আবরণ ব্যবহার করা হয়েছে৷[২]

পুরস্কার ও স্বীকৃতি সম্পাদনা

হোটেলটি এর রেস্টুরেন্ট এর জন্য পরপর ৩ বছর “দ্য বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট” এর পুরস্কার লাভ করে৷ হোটেলটি “ইন্ডিয়া’স বেস্ট বিজনেস হোটেল বাই ট্রাভেল+লেইসার, ইন্ডিয়া এন্ড সাউথ এশিয়া” পুরস্কারও লাভ করেছে৷[৩][৪]

উল্লেখ সম্পাদনা

  1. "The Park Hotel New Delh"। google.com। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭ 
  2. "পার্ক নিউ দিল্লি - ওভারভিউ"। Designhotels.com। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "পার্ক নিউ দিল্লি পর্যটন + ভারত, ভারত ও দক্ষিণ এশিয়ার দ্বারা ভারত এর সেরা ব্যবসা হোটেল সম্মানিত"। Incentivetravel.co.uk। ১ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭ 
  4. "পার্ক নিউ দিল্লি"। cleartrip.com। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭