দ্য ন্যাশনাল লিডার

দ্য ন্যাশনাল লিডার অস্ট্রেলিয়ার ব্রিসবেন হতে ১৯১৬ থেকে ১৯১৮ সালে প্রকাশিত একটি সংবাদপত্র ছিল। ১৯১৮ সালে এটি নাম পরিবির্তন করে দ্য লিডারে নামে প্রকাশ শুরু করে এবং ১৯১৯ সালে পুরোপুরি প্রকাশনা বন্ধ করে দেয়।[১]

ব্রিসবেন, কুইন্সল্যান্ডে প্রকাশিত দ্য ন্যাশনাল লিডারের প্রথম পাতা।

ইতিহাস সম্পাদনা

কুইন্সল্যান্ডের ব্রিসবেনের দ্য ন্যাশনাল লিডার ১৫ সেপ্টেম্বর ১৯১৬ থেকে ১৩ ডিসেম্বর ১৯১৮ পর্যন্ত রিটার্নড সোলজারস অ্যান্ড প্যাট্রিয়টস ন্যাশনাল লীগের ব্রিসবেন অধ্যায় দ্বারা প্রকাশিত একটি সাপ্তাহিক সংবাদপত্র ছিল। ২০ ডিসেম্বর ১৯১৮ থেকে নাম পরিবর্তন করে দ্য লিডার: সৈনিকদের কাগজে (ব্রিসবেন, কিউএলডি) পরিবর্তিত হয়েছিল এবং রিটার্নড সোলজার্স অ্যান্ড সিটিজেনস পলিটিক্যাল ফেডারেশন (কুইন্সল্যান্ড বিভাগ) দ্বারা মাসিক পত্রিকা আকারে প্রকাশিত হয়েছিল। ১৯১৯ সালের ডিসেম্বরে প্রকাশনা বন্ধ হয়ে যায়।[১][২]

ডিজিটাল মাধ্যমে সম্পাদনা

অস্ট্রেলিয়ার ন্যাশনাল লাইব্রেরির অস্ট্রেলিয়ান নিউজপেপারস ডিজিটাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে কুইন্সল্যান্ডের রাজ্য লাইব্রেরির সহায়তায় দ্য ন্যাশনাল লিডার ডিজিটাল মাধ্যমে রূপান্তর করা হয়েছে, পত্রিকাটি ট্রোভ -নামক লাইব্রেরি চাহিদা সেবায় উপলব্ধ আছে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The National Leader (Brisbane, QLD)"Trove। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৩ 
  2. "The Leader: the soldiers (Brisbane, QLD) paper"Trove। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৩ 
  3. "National Leader (Brisbane, Qld. : 1916 - 1918)"Trove (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৭