দ্য ট্রাম্প (চলচ্চিত্র)
দ্য ট্রাম্প (ইংরেজি ভাষায়: The Tramp) হল ১৯১৫ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন নির্বাক প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন চার্লি চ্যাপলিন। এসানে স্টুডিওজ থেকে এটি চ্যাপলিনের ষষ্ঠ চলচ্চিত্র। এটি এসানের নাইলস, ক্যালিফোর্নিয়া স্টুডিও থেকে নির্মিত পঞ্চম ও শেষ চলচ্চিত্র।[১] চ্যাপলিন দ্য ট্রাম্প চলচ্চিত্রের পূর্বেও দ্য ট্রাম্প চরিত্রে অভিনয় করেলেও এই চলচ্চিত্রটিই এই চরিত্রের ভিত রচনা করে দেয়, যা আজও জনপ্রিয়। এই চলচ্চিত্রে চ্যাপলিন প্রথমবারের মত তার স্ল্যাপস্টিক ঘরানা থেকে বেড়িয়ে আসেন, এবং দুঃখভারাক্রান্ত পরিণতি দিয়ে দেখাতে চান দ্য ট্রাম্প শুধু তার নিজের জন্যই নয় অন্যের জন্য ভাবেন। এতে চাষীর মেয়ে চরিত্রে অভিনয় করেন এডনা পারভায়েন্স এবং চাষী চরিত্রে অভিনয় করেন এর্নেস্ট ফান পেল্ট। স্টুডিওর বাইরের দৃশ্যসমূহ নাইলসের নিকটবর্তী একটি স্থানে ধারণ করা হয়।
দ্য ট্রাম্প | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | চার্লি চ্যাপলিন |
প্রযোজক | জেস রবিন্স |
রচয়িতা | চার্লি চ্যাপলিন |
শ্রেষ্ঠাংশে |
|
চিত্রগ্রাহক | হ্যারি এনসাইন |
সম্পাদক | চার্লি চ্যাপলিন |
পরিবেশক | এসানে স্টুডিওজ জেনারেল ফিল্ম কোম্পানি |
মুক্তি | ১১ এপ্রিল ১৯১৫ |
দৈর্ঘ্য | ৩২ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | নির্বাক (ইংরেজি আন্তঃভাষ্য) |
কাহিনী সংক্ষেপসম্পাদনা
দ্য ট্রাম্প তার স্বপ্নের নায়িকাকে খুঁজে পায়। সে একটি পরিবারের খামারে কাজ করে। সে গুন্ডাদের হাত থেকে খামারটিকে রক্ষা করে। সবকিছু ভাল চলছিল, কিন্তু পরে আবিষ্কার করল তার স্বপ্নের নায়িকার অন্য আরেকজনের সাথে বিয়ে হওয়ার কথা রয়েছে। তাদের জীবনে সমস্যা না হতে চেয়ে সে এই বাড়ি থেকে বেড়িয়ে যায় এবং অজানার উদ্দেশ্যে পথ ধরে। তার নেচে নেচে পথ চলতে শুরু করে ও তার ছড়ি ঘুরাতে থাকে যেন পথে বেড়িয়ে সে অনেক খুশি এবং এই পথই তার ঠিকানা ও পথই তার বাসস্থান।
কুশীলবসম্পাদনা
- চার্লি চ্যাপলিন - দ্য ট্রাম্প
- এডনা পারভায়েন্স - চাষীর মেয়ে
- লয়েড বেকন - চাষীর মেয়ের বাগদত্তা
- লিও হোয়াইট - প্রথম চোর
- বাড জেমিসন - দ্বিতীয় চোর
- এর্নেস্ট ফান পেল্ট - চাষী
- প্যাডি ম্যাকগুইয়ার - চাষীর সহকারী
- বিলি আর্মস্ট্রং - মন্ত্রী
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Progressive Silent Film List: The Tramp"। silentera.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৭।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য ট্রাম্প (ইংরেজি)
- অলমুভিতে দ্য ট্রাম্প (ইংরেজি)
- ইন্টারনেট আর্কাইভ থেকে বিনামূল্যে ডাউনলোডের জন্য দ্য ট্রাম্প উপলব্ধ রয়েছে