দ্য কুইন্সল্যান্ডার

 

দ্য কুইন্সল্যান্ডার
১৯৩৪ সালের ১৬ আগস্টের সংখ্যা
ধরনসাপ্তাহিক, সাহিত্য সাময়িকী
মালিকব্রিসবেন নিউজপেপার কোম্পানি
প্রতিষ্ঠাতাটমাস ব্ল্যাকেট স্টিফেন্স
পরিচালনার সম্পাদকগ্রেসলে লুকিন
প্রতিষ্ঠাকাল৩ ফেব্রুয়ারি ১৮৬৬ (1866-02-03)
প্রকাশনা স্থগিত২২ ফেব্রুয়ারি ১৯৩৯ (1939-02-22)
সহোদর সংবাদপত্রব্রিসবেন কুরিয়ার
আইএসএসএন১৮৩৬-৮১৯০

দ্য কুইন্সল্যান্ডার ব্রিসবেন কুরিয়ারের সাপ্তাহিক সারসংক্ষেপ এবং সাহিত্য সংস্করণ। সাময়িকীটি ১৮৫০-এর দশক হতে ঔপনিবেশিক কুইন্সল্যান্ড এবং পরবর্তীতে ফেডারেল রাজ্যের প্রধান সাময়িকী। ১৮৬৬ সালে ব্রিসবেন নিউজপেপার কোম্পানি পত্রিকাটি চালু করেছিল এবং ১৯৩৯ সালে বন্ধ করে দেয়।

ইতিহাস সম্পাদনা

দ্য কুইন্সল্যান্ডার ব্রিসবেন হতে টমাস ব্ল্যাকেট স্টিফেন্সের সম্পাদনায় ১৮৬৬ সালের ৩ ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশিত হয়। শেষ সংস্করণ মুদ্রিত হয়েছিল ১৯৩৯ সালের ২২ ফেব্রুয়ারি।[১] অস্ট্রেলিয়ার মত বৃহদায়তনের দেশে কিছু বিশিষ্ট দৈনিক পত্রিকা যদি একটি সাপ্তাহিক সংস্করণ প্রকাশ করে তবে এটি নিজ শহর হতে বাইরের শহর ও জেলাগুলিতে পৌছাতে পারে। গ্রেসলে লুকিন ১৮৭৩ সালের নভেম্বর থেকে ডিসেম্বর ১৮৮০ পর্যন্ত পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। এসময় এটি একটি সাহিত্য পত্রিকা হিসাবে অতিরিক্ত পাঠক পেয়েছিল।[২][৩]

ডিজিটাল মাধ্যমে সম্পাদনা

অস্ট্রেলিয়ার ন্যাশনাল লাইব্রেরির অস্ট্রেলিয়ান নিউজপেপারস ডিজিটাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে কুইন্সল্যান্ডের রাজ্য লাইব্রেরির সহায়তায় দ্য কুইন্সল্যান্ডার ডিজিটাল মাধ্যমে রূপান্তর করা হয়েছে, পত্রিকাটি ট্রোভ -নামক লাইব্রেরি চাহিদা সেবায় উপলব্ধ আছে।[২][৩]

চিত্রশালা সম্পাদনা


 তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Queenslander"। National Library of Australia। ২০২২-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১০-০৯ 
  2. "Newspaper and magazine titles"। Trove। ২০১৬-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১০-০৯ 
  3. "Newspaper Digitisation Program"। Trove। ২০১৫-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১০-০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা