দ্বিসংকর জনন বংশগতি বিদ্যার একটি সুপরিচিত অধ্যায়। দুইজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে, তাকে দ্বিসংকর জনন বলে। এটি ঘটানোর জন্য দুইজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীব নেওয়া হয়, যারা হোমোজাইগাস প্রকৃতির হয়।[১]

উদাহরণ সম্পাদনা

 

মেন্ডেলের পরীক্ষা সম্পাদনা

বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল মটর গাছ (Pisum sativum) নিয়ে গবেষণা করেন ও বহু বৈশিষ্ট্যের ভিত্তিতে দ্বিসংকর জনন সম্পন্ন করেন। বৈশিষ্ট্যগুলি ছিল:

বৈশিষ্ট্য প্রকট প্রচ্ছন্ন
উচ্চতা লম্বা বেঁটে
ফলের আকৃতি নিটোল/পরিপুষ্ট কুঞ্চিত
ফলের রং সবুজ হলুদ
ফুলের রং বেগুনি সাদা
ফুলের অবস্থান কাক্ষিক অগ্রস্থ
বীজের রং হলুদ সবুজ
বীজের আকৃতি গোলাকার কুঞ্চিত

এদের প্রতি দুটি বৈশিষ্ট্য নিয়ে দ্বিসংকর জনন সম্পন্ন করা সম্ভব।

P জনু

জনিতৃ জনুতে মেন্ডেল দুটি উদ্ভিদ নেন, যাদের একটির বীজ হলুদ ও গোল (YYRR) ও অপরটি সবুজ ও কুঞ্চিত (yyrr)। ছক অনুসারে হলুদ প্রকট (Y) ও সবুজ প্রচ্ছন্ন (y)। আবার, গোল প্রকট (R) ও কুঞ্চিত প্রচ্ছন্ন (r)।

দুটির যেকোনো একটিকে স্ত্রী ও অপরটিকে পুংলিঙ্গের নেওয়া হল। এদের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে প্রথম অপত্য জনু সৃষ্টি হয়।

P জনুর গ্যামেট
(হলুদ ও গোল)
P জনুর
গ্যামেট
(সবুজ ও কুঞ্চিত)
YR YR
yr YyRr YyRr
yr YyRr YyRr
ফলাফল: ১০০% সংকর প্রকৃতির
F1 জনু

প্রথম অপত্য জনুতে প্রতিটিই YyRr হল। অর্থাৎ, গোল ও হলুদ হল (প্রকটতার সূত্র অনুসারে)।

এবার YyRr প্রকৃতির দুটি বিপরীত লিঙ্গের উদ্ভিদ নিয়ে সংকরায়ণ করা হল। ফলাফল নীচের চেকার বোর্ডে দেখা যাবে:

F1জনুর
গ্যামেট
F1জনুর
গ্যামেট
YR yR Yr yr
YR YYRR YyRR YYRr YyRr
yR YyRR yyRR YyRr yyRr
Yr YYRr YyRr YYrr Yyrr
yr YyRr yyRr Yyrr yyrr
F2 জনু

উপরের চেকার বোর্ড থেকেই বোঝা যাচ্ছে যে,

  • ফিনোটাইপিক অনুপাত = হলুদ ও গোল : হলুদ ও কুঞ্চিত : সবুজ ও গোল : সবুজ ও কুঞ্চিত = ৯:৩:৩:১
  • জিনোটাইপিক অনুপাত = YYRR : YYRr : YyRR : YyRr : YYrr : Yyrr : yyRR : yyRr : yyrr = ১:২:২:৪:১:২:১:২:১

ফিনোটাইপ ও জিনোটাইপ সম্পাদনা

  • ফিনোটাইপিক অনুপাত = ৯:৩:৩:১
  • জিনোটাইপিক অনুপাত = ১:২:২:৪:১:২:১:২:১

গুরুত্ব সম্পাদনা

মেন্ডেল এখান থেকে তার স্বাধীন সঞ্চারণ সূত্র উদ্ভাবন করেন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Dihybrid Cross" - Open Door ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ফেব্রুয়ারি ৭, ২০১০ তারিখে