দ্বিতীয় মুহাম্মদ ইবনে হুসাইন

তিউনিস বে

দ্বিতীয় মুহাম্মদ ইবনে হুসাইন (১৮ সেপ্টেম্বর ১৮১১ – ২০ সেপ্টেম্বর ১৮৫৯) (আরবি: محمد باي بن حسين, Muḥammad Bāy bin Ḥusayn) ছিলেন হুসাইনি রাজবংশের ১১তম শাসক। তিনি ১৮৫৫ থেকে ১৮৫৯ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিউনিসিয়ার শাসক ছিলেন।

মুহাম্মদ বে

তিনি দ্বিতীয় হুসাইন ইবনে মাহমুদ ও তার দ্বিতীয় স্ত্রী লাল্লা ফাতিমা আল মুনাসতিরির পুত্র। ১৮৫৫ সালে তার এক ভাই ও সাবেক শাসক প্রথম আহমেদ বের উত্তরসুরি হন।

তথ্যসূত্র সম্পাদনা

পূর্বসূরী
প্রথম আহমেদ বে
তিউনিস বে
১৮৫৫–১৮৫৯
উত্তরসূরী
তৃতীয় মুহাম্মদ আস সাদিক