দ্বিতীয় পুলকেশী

চালুক্য সাম্রাজ্যের সম্রাট

দ্বিতীয় পুলকেশি (ইমামাদি পুলকেশি, ৬১০ খ্রিষ্টাব্দ থেকে ৬৪২ খ্রিষ্টাব্দ) চালুক্য সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট। তিনি পরমেশ্বর পরমভাগবত, পৃথিবীবল্লভ নামেও খ্যাত ছিলেন। হর্ষবর্ধনকেও তিনি পরাস্ত করেন। তাই, চীনা পর্যটক হিউয়েন-সাঙ তাকে 'দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ সম্রাটও বলেছেন।

দ্বিতীয় পুলকেশি