দ্বারকানাথ অধিকারী

দ্বারকানাথ অধিকারী ঊনবিংশ শতাব্দীর একজন বাংলাভাষী কবি। তার প্রকাশিত কাব্যগ্রন্থের নাম সুধীরঞ্জন

শিক্ষা

সম্পাদনা

তার জন্ম হয়েছিল ১২৩৭ বঙ্গাব্দের ৩০শে কার্ত্তিক। তার পিতার নাম রামশঙ্কর অধিকারী; পৈত্রিক নিবাস নদীয়া জেলার গোস্বামী দুর্গাপুর গ্রামে। শৈশবে গ্রাম্য পাঠশালায় লেখাপড়ার পর তিনি একজন ইংরেজ মহিলার নিকট ইংরেজি শেখেন। এরপর কৃষ্ণনগর সরকারি কলেজে অধ্যয়ন করেন। বাল্যকালেই তার কবিতা লেখার সূচনা হয়েছিল। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা হয়েছিল।[] ১২৬২ বঙ্গাব্দে তার কাব্যগ্রন্থ সুধীরঞ্জন প্রকাশিত হয়।[][]

খ্যাতি

সম্পাদনা

তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দীনবন্ধু মিত্রর সমসাময়িক, এবং যৌবনে এই দুজনের সঙ্গে কবিতা যুদ্ধে লিপ্ত হয়ে বিজয়ী হয়েছিলেন। বুনো কবি ছদ্মনামে 'সরস্বতীর মোহিনী বেশ ধারণ' নামক কবিতা প্রকাশ করলে বঙ্কিম ও দীনবন্ধুর সাথে কবিতাযুদ্ধ হয়। এই কবিতাবলী 'কলেজীয় কবিতা যুদ্ধ' নামে সংবাদ প্রভাকরে এক বছর ধরে প্রকাশিত হয়েছিল।[]

মৃত্যু

সম্পাদনা

১২৬৪ বঙ্গাব্দে মাত্র আটাশ বৎসর বয়সে দ্বারকানাথ অধিকারীর মৃত্যু হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. শাস্ত্রী, শিবনাথ (101-01-01)। রামতনু লাহিড়ী ও তৎকালীন - বঙ্গসমাজ (ইংরেজি ভাষায়)। বইরাগ পাবলিকেশন।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. কেদারনাথ মজুমদার: ‘’বাঙ্গালা সাময়িক সাহিত্য’’, ১৩১৯ বঙ্গাব্দ, প্রকাশক: রিসার্চ হাউজ, ময়মনসিংহ। পৃষ্ঠা. ২১২-২১৫]
  3. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২২২।