দ্পাল-ল্দান-ম্ছোগ-গ্রুব

দ্পাল-ল্দান-ম্ছোগ-গ্রুব (ওয়াইলি: dpal ldan mchog grub) (১৪৫৪-১৫২৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রথম ঝি-বা-ল্হা (ওয়াইলি: zhi ba lha) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

দ্পাল-ল্দান-ম্ছোগ-গ্রুব ১৪৫৪ খ্রিষ্টাব্দে তিব্বতের ব্রাগ-চি-লা-স্তাং-খা'ই-ন্যাং-চিব (ওয়াইলি: brag ci la stang kha'i nyang cib) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার যৌবনে তিনি 'ফাগ্স-পা-ব্দে-ছেন-র্দো-র্জে (ওয়াইলি: 'phags pa bde chen rdo rje) নামক প্রথম 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামার ন্যতম প্রধান শিষ্য ছিলেন। দক্ষিণ-পূর্ব ও পূর্ব তিব্বতে 'ফাগ্স-পা-ব্দে-ছেন-র্দো-র্জে দ্বারা প্রতিষ্ঠিত বৌদ্ধবিহারগুলির মধ্যে অনেকগুলিতে তিনি প্রধানের দায়িত্ব লাভ করেন। 'ফাগ্স-পা-ব্দে-ছেন-র্দো-র্জে মৃত্যুবরণ করলে তার দ্বারা প্রতিষ্ঠিত দে-মো-ব্লো-গ্সাল-গ্লিং (ওয়াইলি: de mo blo gsal gling) বৌদ্ধবিহারে দ্পাল-ল্দান-ম্ছোগ-গ্রুব একটি বিশালাকার সোনার মৈত্রেয় মূর্তি নির্মাণ করেন। তিনি ব্দে-ম্ছোগ-স্ন্যান-দ্র্গুদ-ক্যি-সা-ব্চাদ (ওয়াইলি: bde mchog snyan drgud kyi sa bcad) এবং 'জাম-দ্ব্যাংস-স্ম্রা-সেং-গি-স্গ্রুব-থাব্স (ওয়াইলি: 'jam dbyangs smra seng gi sgrub thabs) নামক দুইটি গ্রন্থ রচনা করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chhosphel, Samten (জুলাই ২০১০)। "Pelden Chokdrub"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৫ 
পূর্বসূরী
---
দ্পাল-ল্দান-ম্ছোগ-গ্রুব
প্রথম ঝি-বা-ল্হা
উত্তরসূরী
সাংস-র্গ্যাস-'ব্যুং-গ্নাস