দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শান (কির্তি রিনপোছে)

প্রথম কির্তি রিনপোছে

দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শান (তিব্বতি: དགེ་འདུན་རྒྱལ་མཚནওয়াইলি: dge 'dun rgyal mtshan) (১৩৭৪-১৪৫০) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রথম কির-তি রিন-পো-ছে (ওয়াইলি: kir+ti rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শান

প্রথম জীবন সম্পাদনা

দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শান ১৩৭৪ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের ব্ঝাগ-শোদ (ওয়াইলি: bzhag shod) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ক্লু-'বুম (ওয়াইলি: klu 'bum) এবং মাতার নাম ছিল আ-স্মান (ওয়াইলি: a sman)। জন্মের পর তার নাম রাখা হয় ছোস-'বুম (ওয়াইলি: chos 'bum)। কৈশোরে তিনি শিক্ষালাভের উদ্দেশ্যে মধ্য তিব্বত যাত্রা করতে চাইলে তার পিতা প্রথমে রাজী না হয়ে তাকে পারিবারিক সম্পত্তি দেখাশোনা করার জন্য বলেন। এতে ছোস-'বুম মধ্য তিব্বত থেকে ফিরে এসে পরিবারের সম্পত্তি দেখাশোনা করবেন বলে প্রতিশ্রুতি দিলে তার পিতা তাকে যেতে দিতে রাজী হন। ১৩৮৯ খ্রিষ্টাব্দে তিনি লাসা শহরের উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু তিনি আর তার বাড়ি ফিরে যাননি।[১]

শিক্ষা সম্পাদনা

এরপর তিনি ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা (ওয়াইলি: tsong kha pa blo bzang grags pa) নামক দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নিকট শিক্ষালাভ করেন। চার বছর পর ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা তাকে দীক্ষা প্রদান করে নতুন নাম রাখেন দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শান। এরপর তিনি ল্হো-ব্রাগ (ওয়াইলি: lho brag) অঞ্চলে যাত্রা করে গ্রুব-ছেন-নাম-ম্খা'-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: grub chen nam mkha' rgyal mtshan) নামক বিখ্যাত পণ্ডিতের নিকট বজ্রপাণি, হেরুকা প্রভ্রৃতি বিষয়ে শিক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা তাকে হেরুকা, হেবজ্র, গুহ্যসমাজতন্ত্র প্রভৃতি বিষয়ে শিক্ষা প্রদান করেন। তিনি ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পার প্রধান সাতজন শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন।[১]

বিহার প্রতিষ্ঠা সম্পাদনা

১৪১০ খ্রিষ্টাব্দে ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা দ্গা'-ল্দান বৌদ্ধবিহার নির্মাণ করলে তিনি তাকে সহায়তা করেন। ১৪১২ খ্রিষ্টাব্দে তিনি আমদো অঞ্চলের র্ঙ্গা-বা (ওয়াইলি: rnga ba) নামক স্থানে কা-লা-রি-কির-তি (ওয়াইলি: ka la ri ki rti) বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি জীবনের বাকি সময় কাটান। এই সময় তিনি স্তাগ-ত্শাং-ল্হা-মো (ওয়াইলি: stag tshang lha mo) নামক স্থানে থা-লা (ওয়াইলি: tha la) নামক একটি আশ্রম নির্মাণ করেন। এছাড়াও তিনি সা-ম্গো (ওয়াইলি: sa mgo) এবং তাম-ম্গো (ওয়াইলি: tam mgo) নামক আরো দুইটি বিহার প্রতিষ্ঠা করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gyatso, Thinlay (ফেব্রুয়ারি ২০১৩)। "The First Kirti, Gendun Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০৯ 
পূর্বসূরী
---
দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শান
প্রথম কির-তি রিন-পো-ছে
উত্তরসূরী
ব্স্তান-পা-রিন-ছেন